
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে নিশ্চয় নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ইমনের গান, গায়কীতে মুগ্ধ, এমন অনেকেই রয়েছেন। আর এবার এই শীতের মরসুমে আর সব গায়ক-গায়িকাদের মতোই জমিয়ে কনসার্ট করছেন ইমন। সেই কনসার্টগুলিতে প্রিয় গায়িকার গান শুনতে ভিড় করছেন অনেকে। তেমনই এক কনসার্টে প্রেম ভাঙার কথা বলে বসলেন ইমন! কিন্তু হঠাৎ কেন বললেন একথা…।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে গায়িকা ইমন চক্রবর্তীর সেই ভিডিয়ো। ইমন বলেন, ‘আপনাদের যদি কারোর মন ভেঙে থাকে, তাহলে একটা কথা মাথায় রাখবেন, একটা তালা ও একটা চাবি, দুটোই খুব ভালো। যদি প্রেম ভাঙে তবে জানবেন, এই চাবিটা হয়ত এই তালার জন্য নয়।’ গায়িকার মুখে এমন কথা শোনার পরই উত্তেজিত হয়ে পড়েন বহু শ্রোতা। আর ঠিক তখনই ইমন গেয়ে ওঠেন, ‘তুমি যাকে ভালোবাসে…’। ইমনের সঙ্গে এই গানে গলা মেলান শ্রোতারাও।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে সুরকার নীলাঞ্জন ঘোষকে বিয়ে করে সুখে সংসার করছেন ইমন। বেশকিছুদিন আগে বাংলাদেশে গিয়ে এক সাক্ষাৎকারে সুরকার স্বামীর সামনেই নিজের আগের একাধিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন ইমন। সেখানেই গায়িকার মুখে শোনা গিয়ে একই রকম সুর।
নীলাঞ্জন ঘোষের প্রেমে পড়া এবং বিয়ে নিয়ে ইমন তখন বলেছিলেন, ‘আমি জীবনে বহু মানুষের সঙ্গে সম্পর্কে গিয়ে প্রচুর ঠকেছি জানেন তো! হয়ত সে তার দিক থেকে ভীষণ ভালো, আমিও আমার দিক থেকে ভালো। তবে বুঝেছি এই তালাটা, এই চাবিটার জন্য নয়। (নীলাঞ্জনকে দেখিয়ে) এই তালাটা এই চাবিটার জন্য। আমার জন্য ঈশ্বর নীলাঞ্জনকেই বানিয়েছেন। এটা উপর থেকে হয়ে এসেছে। কে কাকে পেয়েছে গুরুত্বপূর্ণ নয়। আমরা একে অপরকে পেয়েছি, একসঙ্গে জীবন কাটাচ্ছি। ভগবানের আশীর্বাদে আগামী দিনেও কাটাব। এটাই আসল বিষয়। ’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports