
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
২০২২ সালের ২৯ মে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল পাঞ্জাবি গায়ক শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসেওয়ালাকে। তারপর থেকে ছেলের মৃত্যুর কষ্ট বুকে নিয়েই দিন কাটিয়েছেন সিধু মুসেওয়ালার বাবা-মা। অবশেষে সেই ক্ষতে প্রলেপ লাগল। আজ রবিবার সকালে সিধু মুসেওয়ালার মা চরণ কৌর জন্ম দিয়েছেন এক ফুটফুটে পুত্র সন্তানের।
রবিবার নব জাতককে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন সিধুর বাবা বলকাউর সিং সিধু। সকলের সঙ্গে সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন মুসেওয়ালা দম্পতি। হাসপাতালের অপারেশন রুম থেকে প্রথমবার বলকাউর ও চরণ কৌরের নবজাতক সন্তানকে স্পর্শ করার সেই সুন্দর মুহূর্ত উঠে এসেছে ফেসবুকের পাতায়। দ্বিতীয় সন্তানকে প্রথমবার দেখেই চোখে জল এসেছে চরণ কৌরের। যেন তাঁর কোলে আরও একবার ফিরে এসেছে ছেলে সিধু মুসেওয়ালা। নিজের হাতে চামচে করে ছেলেকে দুধ খাওয়াতে দেখা গিয়েছে বলকাউর সিংকে। হাসপাতলের চিকিৎসা কর্মীদরের সঙ্গে কেক কেটেও সেলিব্রেট করতে দেখা গিয়েছে বলকাউর সিংকে।
ফেসবুকের পাতায় উঠে আসা এই সুন্দর আবেগঘন মুহূর্তের ভিডিয়ো দেখে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘সবই ঈশ্বরের আশীর্বাদ।’ কারোর মন্তব্য ‘ঈশ্বর করুণাময়’ কারোর কথায়, ‘ঈশ্বর প্রার্থনা শুনেছেন।’ কারোর আবার মন্তব্যই ‘সিধুই তবে ফিরলেন’!
ইনস্টাগ্রামে পুত্র সন্তান জন্মের খবর দিয়েছেন বলকাউর সিং। তাঁর সেই লেখায় ঝরে পড়েছে আবেক, আনন্দাশ্রু। লিখেছেন, ‘শুভদীপকে যাঁরা ভালোবাসেন এমন লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদে, প্রার্থনায় সর্বশক্তিমান শুভর ছোট ভাইকে আমাদের কোলে এনে দিয়েছেন। ওয়াহেগুরুর আশীর্বাদে মা এবং শিশু সুস্থ আছেন।আমরা সমস্ত শুভানুধ্যায়ীদের কাছে তাদের অফুরন্ত ভালবাসার জন্য কৃতজ্ঞ’।
প্রসঙ্গত, বর্তমানে সিধু মুসেওয়ালার মা চরণ কউরের বয়স ৫৮ বছর, আর বাবা বলকাউর সিং-এর বয়স ৬০। জানা যায় IVF-প্রযুক্তির সাহায্যে মা হয়েছেন চরণ কউর সিং। ২০২২-এ একমাত্র ছেলে সিধু মুসেওয়ালার মৃত্যুর পর একপ্রকার শোকে পাথর হয়ে গিয়েছিলেন চরণ কউর সিং।
২০২২-এ কংগ্রেসের টিকিটে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়ে হেরে গিয়েছিলেন গায়ক সিধু মুসেওয়ালা। পঞ্জাব সরকার সিধু মুসেওয়ালার নিরাপত্তায় কাটছাঁট করার পরেরদিনই গায়কের পৈত্রিক গ্রাম মুসার কাছে গুলি করে হত্যা করা হয় তাঁকে। পরে ফেসবুক পোস্টে মুসেওয়ালা খুনের চক্রান্তে জড়িয়ে থাকার কথা স্বীকারও করে নিয়েছিল কানাডায় আশ্রয় নেওয়া গোল্ডি ব্রার। জানা যায় কুখ্যাত গ্য়াংস্টার লরেন্স বিষ্ণোইও রয়েছে এর পিছনে।তবে ঠিক কী কারণ এই খুন, বা কে বা কার নির্দেশে এই কাজ করেন গোল্ডি বা লরেন্স, তা জানা যায়নি। এদিকে সম্প্রতি সিধুর মায়ের ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর মেলে।
৳7,777 IPL 2025 Sports Bonus