চলতি বছরই আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী শ্রুতি দাস। রাঙা বউয়ের এবারের পুজো গত বারের তুলনায় অনেকটাই আলাদা। প্রেমিক নয়, বর স্বর্ণেন্দুর সঙ্গে এটা তাঁর প্রথম পুজো। তবে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী যে কেবল সেটার জন্যই ভীষণ আনন্দিত সেটা নয়। তাঁর খুশির পিছনে আছে আরেকটি কারণ।
অভিনেত্রী এদিন ইনস্টাগ্রামে তাঁর একটি ছবি পোস্ট করে জানান তাঁর খুশির কারণ। ছবিতে দেখা যাচ্ছে হাসিমুখে সেলফি তুলছেন শ্রুতি। পিছনে দেখা হচ্ছে রাঙা বউ ধারাবাহিকের পুজোর পোস্টার। এই ছবিটা পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আগের বছর পুজোতে দুগ্গা মায়ের কাছে খুব কেঁদেছি এক বছর কাজ করতে পারিনি বলে, ফ্লোরে জন্মদিন কাটাতে পারিনি, তিলোত্তমায় আমার কাজের কোনও হোর্ডিং ছিল না বলে।' তিনি আরও লেখেন, 'আমি চেষ্টা করেছিস আর আমি যা চেয়েছি মা সবটা আমায় দিয়েছে। পরিশ্রম করলে ফল পাওয়া যায়।'
আরও পড়ুন: শ্রদ্ধা কাপুরের পোস্টে ‘কৃষ ৪’-এর ইঙ্গিত হৃতিকের! 'অবশেষে' উচ্ছ্বসিত ভক্তরা
অনেকেই তাঁর এই পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন লেখেন, 'বিশ্বকে অনেক ধন্যবাদ, আপনার পথ চলা এভাবেই চলতে থাক। আরও দীর্ঘ এবং কর্মময় হোক আপনার জীবন।' আরেকজন লেখেন, 'শুভ মহাষষ্ঠী, এই হোর্ডিংটাই আমিও যেতে যেতে দেখলাম কাল। তোমাদের কুশাখি জুটিকে ম্যাডক্স স্কোয়ারের মাঠেও দেখলাম। অনেক ভালো কাজ করে যাও এভাবেই।' কেউ আবার লেখেন, 'তোমার ইচ্ছা যে পূর্ণ হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে।'
ষষ্ঠীর দিন বরের সঙ্গেই পুজো কাটান শ্রুতি। তাঁকে স্বর্ণেন্দুর বুকে মাথা রেখে পোজ দিতে দেখা যায়। সোহাগে আদরে তাঁদের এবারের পুজো যে জমজমাট সেটা বলাই যায়।