আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই বিদায় নেবে জি বাংলার রাঙা বউ। যদিও শুটিং শেষ হয়ে গিয়েছে। এখন তাই রোজকার মতো সেটে যাওয়া, শুট কিছুই নেই। একটু ফাঁকা সময় পেতেই অভিনেত্রী শ্রুতি দাস ওরফে রাঙা বউয়ের পাখিকে বাজারে ঘুরে বেড়াতে দেখা গেল। তাও আবার দশকর্মার দোকানে। কিন্তু কেন?
শ্রুতির পোস্টে ভক্তদের কমেন্ট
শ্রুতি এদিন যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে একাধিক দশকর্মার দোকানে দোকানে ঘুরতে দেখা যাচ্ছে। কখনও তিনি আঁকা মাটির কলসি, ঘট দেখছেন। কখনও আবার যাচ্ছেন পিতলের ঘট দেখতে। বাদ দিচ্ছেন না শাড়ি সহ অন্যান্য দোকানে ঘুরতেও। আর সেই ভিডিয়োর মধ্যে তিনি লিখেছেন, 'শুভারম্ভ পার্ট ১।' আর ভিডিয়োর ক্যাপশনে লেখেন, 'স্বপ্ন পূরণের প্রথম ধাপ।' যেহেতু এটা এখন ভরপুর বিয়ের মরশুম তাই অনেকেই ভাবছেন শ্রুতি দাসও বুঝি এবার তাঁর আইনত স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে সোশ্যাল ম্যারেজ সেরে ফেলেছেন। কিন্তু আসলে বিষয়টা কী?
আরও পড়ুন: রণবীরের অ্যানিম্যাল দেখছেন কিন্তু জিতের সিনেমাকে উপেক্ষা করছেন কেন? বাংলার দর্শককে প্রশ্ন দেবের
আরও পড়ুন: 'মেয়েই জানে না!' কেবিসিতে শাহরুখের বিষয়ে ভুল উত্তর সুহানার, খোঁচা দিয়ে কী বললেন অমিতাভ?
কে কী লিখছেন?
এক ব্যক্তি লেখেন, 'প্রথমে ভাবলাম বুঝি দোকান দেবেন, নতুন ব্যবসা শুরু করবেন তার জন্য জিনিস কিনতে এসেছেন। পরে বুঝলাম বিয়ের কেনাকাটা হচ্ছে।' কেউ আবার লেখেন, 'বিয়ে করছেন নাকি?' কারও আবার প্রশ্ন, 'বিয়ে না পুজো?'
তবে কেউ কেউ আবার জানিয়েছেন অভিনেত্রী নতুন বাড়ি কিনেছেন। তারই গৃহপ্রবেশের তোড়জোড় শুরু করলেন। তবে সঠিকটা আসলে কী, সেটা স্পষ্ট নয়। তিনি কি সত্যি শীঘ্রই সোশ্যাল ম্যারেজ করতে চলেছেন নাকি নতুন বাড়িতে প্রবেশ করতে চলেছেন সেটা আগামীতে বোঝা যাবে।
রাঙা বউ শেষ হবে আগামী রবিবার, তারপর সোমবার থেকে সেই জায়গায় আসবে কোন গোপনে মন ভেসেছে। মুখ্য ভূমিকায় আছেন শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু।