গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তালপাড়ে। ১৪ ডিসেম্বরের ঘটনা। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শ্যুটিং থেকে ফিরে আসার পরই অসুস্থবোধ করতে শুরু করেন অভিনেতা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা। সেদিন রাতেই শ্রেয়সের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। অভিনেতাকে ভর্তি রাখা হয় আইসিইউতে।
শুক্রবার অভিনেতার স্ত্রী জানিয়েছেন, স্টেবল আছেন শ্রেয়স। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুসারে, শ্রেয়াসের বন্ধু তথা চলচ্চিত্র নির্মাতা সোহম শাহ জানিয়েছেন অভিনেতা 'সুস্থ হয়ে উঠছেন'। শ্রেয়সকে মুম্বইয়ের বেলভিউ হাসপাতাল থেকে কখন ছাড়া হবে সে সম্পর্কে সে বিষয় তিনি বলেছেন, 'রবিবার রাত বা সোমবার সকালে' হতে পারে। আরও পড়ুন: 'প্রধান' মুক্তির আগে নৈহাটির বড়মার কাছে সৌমিতৃষা, হোম করে দিলেন পুজো, দেখুন ছবি
'শ্রেয়াসকে হাসতে দেখে প্রচণ্ড স্বস্তি'
অজয় দেবগন-অভিনীত ‘কাল’ (২০০৫) সহ একাধিক হিন্দি ছবি পরিচালনা করেছেন সোহম। পরিচালক ওই ডিজিট্যাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সম্ভবত, ওকে (শ্রেয়স তালপাড়ে) রবিবার রাতে বা সোমবার সকালে ছাড়ার সম্ভাবনা রয়েছে... যে রাতে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আমি ওকে দেখতে গিয়েছিলাম এবং আমি আজও (শুক্রবার) সেখানে ছিলাম। শ্রেয়াসকে হাসিমুখে আমার সঙ্গে কথা বলতে দেখলাম, ওর ফিরে আসাটা স্বস্তির’।
শ্রেয়াস অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি স্বামীকে নিয়ে হাসপাতালে ছোটেন। শ্রেয়স তালপাড়ে স্ত্রী দীপ্তি ইনস্টাগ্রামে জানিয়েছেন, 'হাসপাতালের চিকিৎসক এবং মেডিক্যাল টিমের অসম্ভব যত্ন এবং ওকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ও যেহেতু এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তাই চাইব এই সময়টা আমাদের যেন আমাদের মতো থাকতে দেওয়া হয়। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের দুজনের শক্তি।'
শ্রেয়স তালপাড়ে স্ত্রী দীপ্তি প্রসঙ্গে সোহম বলেছেন, ‘ও কৃতজ্ঞতা এবং আশীর্বাদে পরিপূর্ণ, ওকে সময়মত যত্ন নেওয়া হয়েছিল। ওর স্ত্রী দীপ্তিকে ধন্যবাদ, যার আশ্চর্য মানসিক জোর। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। উভয়েই ঐশ্বরিক হস্তক্ষেপ অনুভব করেছেন ও আবার ফিরে এসেছে তাই। কারণ ট্র্যাফিকের সঙ্গে লড়াই করে হাসপাতালে পৌঁছানো খুব চ্যালেঞ্জিং সময় ছিল। ঈশ্বরকে ধন্যবাদ ও সুস্থ হয়ে উঠছে এবং সকলের শুভকামনা ওর সাথে রয়েছে’।