ইন্ডিয়ান আইডলের মঞ্চে এবার বিচারক হিসেবে রয়েছেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং কুমার শানু। প্রতিযোগীদের সঙ্গে মাঝে মধ্যেই গলা মেলাতে দেখা যায় বিচারকদের। এদিনও তার অন্যথা হল না। সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১৪ এর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে শ্রেয়া ঘোষালকে গান গাইতে দেখা যাচ্ছে। আর তাঁর গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন অন্যান্য বিচারক এবং অতিথিরা।
ইন্ডিয়ান আইডলের মঞ্চে শ্রেয়ার গান
নভেম্বরের শুরুর দিকে শ্রেয়া ঘোষালের একটি ফ্যান পেজের তরফে ইন্ডিয়ান আইডলের একটি ভিডিয়ো পোস্ট করা হয়। বর্তমানে সেটা দারুণ ভাইরাল হয়েছে। ৭.৮ মিলিয়ন ভিউজ পেয়েছে এই ভিডিয়ো। লাইক কমেন্টও পড়েছে প্রচুর।
আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনালে হাজির প্যালেস্তাইনীয় সমর্থককে সমর্থন ঋদ্ধি-ঋত্বিকের, লিখলেন, 'এমনই জাতীয়তাবোধ...'
আরও পড়ুন: 'আমিও এই বাচ্চা দুটোকে...' কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের জন্য মন খারাপ 'বড় মা' সোহিনীর, কী উত্তর দিলেন সুকৃত-অয়ন্যা
সেখানেই শ্রেয়া ঘোষালকে আশিকি ২ ছবির সুন রাহা হ্যায় না তু গানটি গাইতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর সঙ্গে সঙ্গত দিচ্ছেন এক প্রতিযোগী। তবে তাঁকে ছাপিয়ে গানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। তাঁর সুর নিয়ে খেলা, গান গাওয়ার ধরন দেখে মুগ্ধ হয়ে যান সকলেই। বিশাল দাদলানি 'ওয়াহ ওয়াহ' করে ওঠেন। তারিফ করেন অতিথির আসনে থাকা মহেশ ভাটও।