
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২১ সালে শুরু হয়েছিল পথচলা। তিন বোন এবং তিন ভাইয়ের গল্পে সাজানো হয়েছিল চিত্রনাট্য। ছিল বড়লোক, মধ্যবিত্তের দ্বন্দ্বও। আর ছিল একঝাঁক তারকা। সবটা মিলিয়ে জমে গিয়েছিল গাঁটছড়া ধারাবাহিকের সফর। ঋদ্ধি, খড়ির সংঘাত, খুনসুটি অচিরেই জায়গা করে নেয় ভক্তদের মনে। তারপর দুই বছর ধরে গল্প অনেকটা এগিয়েছে, চেনা মুখ সরে গিয়েছে, নতুন মুখ, চরিত্র এসেছে গল্পে। অবশেষে সেই ধারাবাহিকের সফর শেষ হল ১৪ ডিসেম্বর। থামল গাঁটছড়া ধারাবাহিকের পথচলা। যেদিন শুটিং শেষ হয় সেদিনই মন খারাপি পোস্ট করেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, রিয়াজ লস্কররা। গাঁটছড়া যেদিন শেষবার সম্প্রচারিত হল সেদিন বিশেষ পোস্ট লিখলেন শ্রীমা ভট্টাচার্য। তাঁর লেখার পরতে পরতে উঠে এল মন খারাপের ছোঁয়া।
এদিন শ্রীমা গাঁটছড়া ধারাবাহিকের দুটো পোস্টার পোস্ট করে লেখেন, 'ভালোবাসার চলার পথে, এই দীর্ঘদিনের সফরে আপনারা আমাদের ভালো , খারাপ সবসময়ের সঙ্গী ছিলেন। খড়ি,বনি, ঋদ্ধি,কুণাল আমার আপনার মতোই মানুষ,যারা জানে ভালোবাসতে,ভালো রাখতে। আর দ্যুতি রাহুল আমাদের মাঝে অন্ধকারে লুকিয়ে থাকা কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, যা অজান্তেই আমাদের রাগ ,ক্ষোভ, খারাপ লাগায় বেরিয়ে আসে।শেষ ভালো যার সব ভালো তার।'
আরও পড়ুন: নতুন মেগা 'কথা' হিট করলেই সাহেব ভক্তদের দেবেন উপহার! সুস্মিতাকে পাশে নিয়ে বললেন, 'সবাইকে ডেকে নিজের...'
পরিশেষে তিনি লেখেন, 'আর সিংহরায় পরিবারকে আগলে নিয়ে বিদায় নিলাম এইবারের মতো। ধন্যবাদ জানাই স্টার জলসা, অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টকে। দেখা হবে নতুন কোনও গল্পে।'
অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। রিয়াজ লস্কর, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ তাঁর একাধিক সহকর্মীরা ইমোজি পোস্ট করেছেন। বাদ যাননি তাঁর বিশেষ বন্ধু ইন্দ্রনীল। এক ব্যক্তি লেখেন, 'আপনাদের তিন ভট্টাচার্য বোনকে মিস করব খুব।' আরেকজন লেখেন, 'সবাইকে খুব খুব মিস করব, বিশেষ করে শ্রীমাদি তোমার অভিনয় আর রাহুল অর্থাৎ অনিন্দ্যদার অভিনয়। আর গৌরবদা তো সবসময় আমার প্রিয় অভিনেতা। সত্যি তোমাদের মিস করব, কিন্তু নতুন প্রজেক্ট এ শীঘ্র ফিরে এসো শ্রীমাদি, গৌরবদা, সবাইকে বললাম। সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে।'
গাঁটছড়া শেষ হওয়ার পর শুক্রবার থেকে সেই জায়গায় দেখা যাবে তুঁতে ধারাবাহিক। অন্যদিকে তুঁতের জায়গায় আসছে নয়া মেগা কথা। থাকবেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports