টলিউডে যেন বিয়ের মরশুম লেগেছে। গত বছরের শেষে পরমব্রত-পিয়া, দর্শনা-সৌরভ, সন্দীপ্তা-সৌম্যর মতো তারকারা বসেছিলেন বিয়ের পিঁড়িতে। আর মার্চেই বিয়ে করতে চলেছেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টোরাজ, অনুপম রায়, প্রশ্মিতা পাল। আর েদিকে হঠাৎই, গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের হাতের একটি আংটি দেখে ধারণা করা হচ্ছে, বুঝি বা আংটি বদল করা হয়ে গিয়েছে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে।
প্রেমটা সিক্রেটই রেখেছেন শোভন আর সোহিনী। হালকা আভাস সামাজিক মাধ্যমে দিলেও, কেউ অফিসিয়াল করেননি। কদিন আগেই প্রেমদিবসটা কাটিয়ে এসেছেন সুইডেনে। বরফের মাঝে দুজনকেই চুটিয়ে উপভোগ করতে দেখা গিয়েছিল, যদিও আলাদা আলাদা।
আরও পড়ুন: খানা-পিনা-গান-আড্ডা ভরপুর! সাদা পোশাক শ্রীময়ীর, লাল হলেন কাঞ্চন, জমল রাত
তবে তারপরই শোভনের হাতের অনামিকায় জ্বলজ্বল করতে দেখা যায় একটা আংটি। গায়কের অনুরাগীদের বিশেষ করে তা চোখ টানে, কারণ এতদিন অন্তত তাঁকে হাতে কোনও আংটি পরতচে সেভাবে দেখা যায়নি। তাই প্রশ্ন ওঠে, সুইডেনে গিয়ে আংটি এল কোথা থেকে। প্রেমিকার কাছ থেকে পাওয়া ভ্যালেন্টাইন্স ডে-র উপহার নয় তো? বরফের মাঝে হাঁটু মুড়ে বসে মনের কথা কি বলেই দিয়েছেন সোহিনী তাঁর নতুন ভালোবাসা শোভনকে?
আরও পড়ুন: সিনেমার সেটে ঠাটিয়ে চড় মারে রেখা, তারপরই গায়েব ফিল্ম লাইন থেকে, বলুন তো কে?
শোভন যদিও বাগদানের খবর উড়িয়ে দিলেন হাওয়াতেই। প্রতিদিনকে জানালেন, আংটি-টা তাঁর নিজের। কেউ উপহার দেয়নি। নিজেই কিনেছেন।
আরও পড়ুন: কয়েক রাত পরে তৃতীয় বিয়ে! অনুপমের ‘গোপন’ প্রেমিকার প্রেমপত্র ফাঁস ফেসবুকে, কে সে?