কিশোর কুমারের (Kishore Kumar) বায়োপিক নিয়ে কাজ করার চিন্তাভাবনা অনেকদিন ধরেই করছিলেন পরিচালক সুজিত সরকার (Sujit Sarkar)। এই বিষয়টি নিয়ে প্রায় ৪ বছর ধরে রীতিমতো গবেষণাও করে ফেলেছিলেন তিনি। এতকিছুর পরেও হঠাৎ কেন কিংবদন্তি গায়কের বায়োপিক তৈরি করার বিষয়টি প্রত্যাখ্যান করলেন পরিচালক? নেপথ্যে রয়েছে কে?
৪ বছরের গবেষণা সত্ত্বেও কেন তিনি কিশোর কুমারের বায়োপিক থেকে পিছিয়ে এলেন? এই বিষয়ে পরিচালককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি কিশোর কুমারের জীবনের ওপর একটি স্ক্রিপ্ট তৈরি করার কাজ করছিলাম। ওঁর পরিবারের বিষয়ে প্রায় তিন থেকে চার বছর গবেষণা করেছি। কিন্তু যখন আমি শুনলাম আমার বন্ধু অনুরাগ বসু (Anurag Basu) ঠিক একই বিষয় নিয়ে কাজ করছেন তখন আমি এই বিষয়টি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।
(আরও পড়ুন: স্বামীর ইচ্ছেয় তিনবার গর্ভপাত! বিয়ের ১৬ বছর পর যমজ সন্তানের সুখ পান ময়না, বললেন-'ওঁরাই আমার পৃথিবী')
পরিচালক আরও বলেন, আমি মনে করি একই বিষয় নিয়ে দুজনে কাজ করার কোনও মানে হয় না। বরং আমার হাতে যে অন্য প্রজেক্ট ছিল সেটি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছি আমি। মোহনবাগান এবং ব্রিটিশদের নিয়ে একটি ফুটবল ফিল্ম তৈরি হয়েছিল যার নাম, ১৯১১। ওই সিনেমাটি নিয়েও একই রকম একটি কান্ড ঘটেছিল। পরবর্তীকালে যে স্ক্রিপ্ট তৈরি হয় সেটি মোটেই সন্তোষজনক ছিল না। তাই আমি এখন ওই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি না। আমার হাতে আরও বেশ কয়েকটি গিফট আছে যেগুলি নিয়ে কাজ করবো আমি।
সুজিতের ঝুলিতে এমন কিছু সিনেমার হয়েছে যা তাঁকে বলিউডের অন্যতম শ্রেষ্ঠ পরিচালকের সম্মান এনে দেয়। ‘ভিকি ডোনার’, ‘মাদ্রাজ ক্যাফে’, ‘পিকু’, ‘অক্টোবর’, ‘গুলাবো সীতাবো’ সহ বেশ কিছু দুর্দান্ত সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন। বর্তমানে সুজিত পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে।
(আরও পড়ুন: গানের ফাঁকে শ্বাস নেওয়ার সমস্যা? ইন্ডিয়ান আইডলে নিজে গেয়ে প্রতিযোগীকে শেখালেন শ্রেয়া! তারিফ নেটপাড়ার)
‘আই ওয়ান্ট টু টক’, সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বচ্চন। এই সিনেমাটির টিজার শেয়ার করার সময় পরিচালক লেখেন, এই সিনেমাটি এমন একজন মানুষকে নিয়ে তৈরি যে সবসময় ভালোবাসতে চায়, জীবনের উজ্জ্বল দিকগুলির দিকে তাকিয়ে থাকতে চান, আর যাই হয়ে যাক না কেন তিনি কখনও ভেঙে পড়েন না।