গত ২১ জুন সকালে পুত্র সন্তানের মা হয়েছেন দীপিকা কক্কর। তবে তারপর থেকে NICU (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে রয়েছে দীপিকা-শোয়েবের সদ্যোজাত সন্তান। আজ ১৮দিন পার হয়ে গিয়েছে। এখন কেমন আছে দীপিকার প্রি-ম্যাচিওর সন্তান। জানালেন শোয়েব ইব্রাহিম।
শোয়েব তাঁর ইনস্টাস্টোরিতে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ (সঙ্গে যোগ করেছেন হাতের তালুর ইমোজি)। আজ আমাদের ছেলেকে এনআইসিইউ থেকে স্থানান্তরিত করা হয়েছে। ব্যাস আর কিছুদিন মাত্র হাসপাতাল ও পর্যবেক্ষণের মধ্যে থাকবে। ইনশাআল্লাহ শীঘ্রই আমরা ওকে বাড়ি নিয়ে যেতে পারব (সঙ্গে জুড়েছেন হার্ট আই ইমোজি)।
শোয়েব আরও লেখেন, 'আমাদের শিশুপুত্র এখন ভালো করছে (লাল হার্টের ইমোজি)। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের জন্য এতটা প্রার্থনা করার জন্য (হাত জোড় করা ইমোজি)। ব্যস, এরপরেও আমাদের জন্য প্রার্থনা করবেন। (হাত জোড় করা ইমোজি) আপনাদের প্রার্থনার জন্য সকলকে অন্তর থেকে ধন্যবাদ। ভবিষ্যতেও আমাদের জন্য আপনাদের প্রার্থনা বজায় রাখুন।
আরও পড়ুন- সলমনের সঙ্গে তাঁরই ঘরে প্রচুর মদ্যপান, পরদিন সকালে ঘুম ভাঙতেই আমির দেখলেন…

শোয়েব ইব্রাহিমের ইনস্টাস্টোরি
২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয় বিয়ে সারেন অভিনেত্রী দীপিকা কক্কর। বিয়ের পর দীপিকা ইসলাম ধর্মও গ্রহণ করেন। নাম হয় ফয়জা। চলতি বছরের জানুয়ারি মাসে সন্তান আসার খবর জানিয়েছিলেন টেলিপর্দার চর্চিত জুটি শোয়েব ইব্রাহিম ও দীপিকা কক্কর। দীপিকা ও শোয়েব লিখেছিলেন, ‘আমরা আনন্দ, উত্তেজনা, কৃতজ্ঞতা ও কিছুটা ভয়, এই সব অনুভূতির সঙ্গে জানাচ্ছি, আমাদের জীবনে প্রথম সন্তান আসতে চলেছে। শীঘ্রই আমরা বাবা-মা হব। আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কাম্য।’ মাথায় ছিল মম অ্যান্ড ড্যাড টু বি-র টুপি।
এরপর গত ২১ জুন ভোরে পুত্র সন্তানের জন্ম দেন দীপিকা। এরপর পুত্রসন্তান হওয়ার খবর জানিয়ে শোয়েব লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ আজ ২১ জুন ২০২৩ খুব সকালে আমরা একটি পুত্র সন্তানকে পেয়েছি। এটি একটি প্রিম্যাচিউর ডেলিভারি। তবে উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় নয়। আমাদের জন্য আপনারা প্রার্থনায় করুন।’ যদিও পরে বিষয়টি দুশ্চিন্তার পর্যায়েই যায়। কারণ ইনকিউবেটরে রাখা হয়েছিল দীপিকা-শোয়েবের সন্তানকে।