ফারহান আখতারকে বিয়ে করার পর ইনস্টাগ্রামে নিজের নাম পরিবর্তন করেছিল শিবানী দান্ডেকর। জাভেদ আখতারের খণ্ডালার খামারবাড়ি ‘সুকুনে’ বিয়ে সারেন তাঁরা। এরপর সই-সাবুদ করে বিয়ে করেন এই জুটি।
ইনস্টাগ্রামে নিজের নাম পরিবর্তন করে ‘শিবানী দান্ডেকর আখতার’ করেছিলেন শিবানী। বায়োতে নতুন করে লিখেছেন, ‘প্রযোজক, উপস্থাপক, অভিনেত্রী, গায়িকা, মিসেস আখতার’। ফারহানের ইনস্টাগ্রাম প্রোফাইলেও একই জিনিস লেখা রয়েছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ডিসপ্লে পিকচার পরিবর্তন করেছেন শিবানী। পাশাপাশি নিজের নামও পরিবর্তন করেছেন তিনি। বায়ো থেকে উড়িয়ে দিয়েছেন 'মিসেস আখতার’। যা দেখে হইচই পড়ে গিয়েছে ফারহান-শিবানীর অনুরাগী মহলে। যদিও বিয়ের সপ্তাহ খানেকের মাথায় কেন এমনটা করলেন শিবানী? তা অবশ্য জানা যায়নি।

২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। চার বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে ঘরোয়া আয়োজনেই বিয়ে সেরেছিলেন এই জুটি। কাছের মানুষদের উপস্থিতিতে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে নতুন জীবনে পথচলা শুরু করেন ফারহান এবং শিবানী। বিয়ের এই শপথগুলি নিজেরাই লিখেছেন তাঁরা! এরপর সই-সাবুদ করে বিয়ে সারেন জুটি।