আসছে অভিনেত্রী শিল্পা শেট্টির নতুন রিয়ালটি শো ‘শেপ অফ ইউ’। সেলিব্রিটিদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিয়ে আলোচনা করতে দেখা যাবে এই শো-এ। শিল্পার শো-তে হাজির হবেন জন আব্রাহাম, জ্যাকলিন ফার্নান্ডেজ, রাকুল প্রীত সিং, শমিতা শেট্টি এবং শেহনাজ গিলের মতো তারকারা। প্রত্যেকে শো'তে এসে তাদের আশ্চর্যজনক ফিটনেসের রহস্য ফাঁস করবেন। শিল্পা যে কতটা ফিটনেস সচেতন, তা কারোই অজানা নয়। এই শোয়ের জন্য তার থেকে সঠিক সেলিব্রিটি খুব কমই আছে। সম্প্রতি শো-এর একটি প্রোমো শেয়ার করেছেন শিল্পা। যেখানে তাকে জন, শমিতা, জ্যাকলিন, শেহনাজদের সঙ্গে শরীরচর্চা করতে দেখা যায়। প্রোমোর শুরুতে জনকে বলেন, ফিটনেস আসলে ৩টি জিনিসের উপর নির্ভর করে। ভালো খাবার, ভালো ওয়ার্কআউট এবং সঠিক ঘুম। শোতে শিল্পার সঙ্গে ওয়ার্ক আউট করেছেন শেহনাজ। তিনি বলেন, 'আমরা যদি নাচ না করি, তাহলে এই ফিগার দিয়ে কী লাভ?' তেমনি শো'তে তাহিরা কাশ্যপ, মাসাবা গুপ্তা সহ একাধিক তারকাকে হাজির থাকতে দেখা গিয়েছে। শিল্পা মানসিক স্বাস্থ্য নিয়ে সব সেলিব্রিটিদের সঙ্গে কথা বলেন। প্রথমত, শমিতা বলেন, ‘আমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে গিয়েছি।’ জ্যাকলিন জানিয়েছেন, কীভাবে একাকীত্বের সঙ্গে লড়াই করেছেন তিনি। শেহনাজ ফাঁস করেন, 'সিদ্ধার্থ সবসময় আমাকে হাসতে দেখতে চেয়েছিল।' তার পরে, বাদশা এবং রাকুল তাদের কথা বলেন।বিগ বস ১৩-এর সহ প্রতিযোগি শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের গাঢ় বন্ধুত্বের কথা কারও অজানা নয়। তাঁদের সম্পর্কের রসায়ন বেশ রোম্যান্টিক। একসঙ্গে বেশ কয়েকটি মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন তাঁরা। ইন্ডাস্ট্রিতে কান পাতলে তাঁদের সম্পর্কের গুঞ্জন বেজায় চর্চায় ছিল। ‘সিজনাজ’ নামে তাঁরা বেশ জনপ্রিয়। অভিনেতার মৃত্যুতে কার্যত ভেঙে পড়তে দেখা গিয়েছিল শেহনাজকে। ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি।