সম্প্রতি ৮০ বছরের জন্মদিন পালন করেছেন শর্মিলা। আজও তিনি কি সুন্দর, কত সাবলীল ভাবে তিনি আজও অভিনয় করেন ক্যামেরার সামনে। শর্মিলার অসামান্য অভিনয়ের আরও একটি নিদর্শন পাওয়া গেল ‘আউটহাউস’ সিনেমায়, যা মুক্তি পেয়েছে ২০ ডিসেম্বর।
শর্মিলা ঠাকুর অভিনীত ‘আউটহাউস’ সিনেমায় শর্মিলার সঙ্গে অভিনয় করেছেন মোহন আগাশ। অভিনয় করেছেন নীরজ কবি, সোনালি কুলকার্নি সহ আরও অনেকে। ‘আউটহাউস’ সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতার পাশাপাশি শর্মিলা এবং মোহন কিছু পুরনো দিনের স্মৃতি রোমন্থন করলেন। কী বললেন তাঁরা?
‘আউটহাউস’ প্রসঙ্গে শর্মিলা বলেন, এটি একটি বার্ধক্যের বন্ধুত্বের কাহিনী। একটি কুকুর, যেটি হারিয়ে যায়। এই কুকুরটিকে খুঁজে পেতে গিয়ে আরও একজন নিঃসঙ্গ মানুষের দেখা পাওয়া যায়, যিনি বহুদিন ধরে একাই জীবন কাটাচ্ছেন। জীবনের শেষ সময়ে ভালোবাসা এবং বন্ধুত্ব যে কতটা প্রয়োজন, সেটাই দেখানো হয়েছে সিনেমায়।
আরও পড়ুন: ‘খাবার কেনার আগে তারকা নয় লেবেল দেখুন’, রণবীর সিংকে কটাক্ষ করলেন পুষ্টিবিদ
আরও পড়ুন: ছেলে-বৌমার সঙ্গে নাতনির স্কুলে অমিতাভ, অভিজ্ঞতার জানিয়ে কী লিখলেন বিগ বি?
‘আউটহাউস’ সিনেমার আগে ১৯৯২ সালে মিরা নাইর পরিচালিত ‘মিসিসিপি মাসালা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন শর্মিলা এবং মোহন। পুরনো দিনের কথা রোমন্থন করতে গিয়ে শর্মিলা বলেন, ‘ওই সিনেমায় সরিতা চৌধুরী এবং ডেনজেল ওয়াশিংটনও অভিনয় করেছিলেন। পুরো কাস্ট এবং ক্রু মেম্বারদের একসঙ্গে একই হোটেলে রাখা হয়েছিল। দারুন অভিজ্ঞতা ছিল সেটি।’
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে শর্মিরা বলেন, ‘কাজের ফাঁকে আমরা ভীষণ মজা করেছিলাম সেই সময়। ওই সিনেমায় চিত্রনাট্য লেখক থেকে শুরু করে ফ্যাশন ডিজাইনার সকলেই মহিলা ছিলেন তাই আরও বেশি মজা হয়েছিল।’
শর্মিলার পাশাপাশি মোহনও স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেন, ‘অপুর সংসার এবং দেবী করেছিলেন যে অভিনেত্রী, সেই ডাকসাইটে অভিনেত্রী যে টিকটিকি দেখে ভয় পেতেন সেটা আমি জেনেছিলাম একসঙ্গে অভিনয় করতে গিয়েই।' মোহনের এই কথায় সঙ্গে সঙ্গে শর্মিলা বলে ওঠেন, 'ওটা তেলাপোকা হবে!’
আউটহাউস প্রসঙ্গে শর্মিলা বলেন, ‘এই গল্পের মাধ্যমে একটি বন্ধুত্ব এবং সহানুভূতির গল্প সামনে তুলে ধরা হয়েছে। আমি আমার নাতির সঙ্গে আমার নিখোঁজ কুকুরের সন্ধান করতে বের হই বাড়ি থেকে। কুকুরটিকে খুঁজতে গিয়ে এমন একটি মানুষের সন্ধান পাই, যিনি নিঃসঙ্গ। আমার হারিয়ে যাওয়া কুকুরটি তাঁর কাছে আশ্রয় নিয়েছে। এইভাবেই শুরু হয় গল্প।’
শর্মিলা আরও বলেন, ‘এই গল্পে কোনও বার্তা দেওয়ার চেষ্টা করা হয়নি। একজন বয়স্ক মানুষ যখন একাকী জীবন যাপন করে, তখন তাঁর ঠিক কী অনুভূতি হয় সেটাই দেখানো হয়েছে। একটা সময় পর হয়ত আমরা সকলেই একা থাকতেই পছন্দ করি। তবে এই অভিনয় করতে ভীষণ ভালো লেগেছে কারণ এখানে একটি ছোট্ট শিশু আছে, একটি কুকুর আছে। গোটা শুটিং হয়েছে পুনেতে।’
আউটহাউস সিনেমার অন্যতম প্রযোজক হলেন মোহন আগাশ। মোহনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে শর্মিলা বলেন, ‘যেহেতু উনি এই সিনেমার প্রযোজক তাই সবসময় শুটিং ফ্লোরে তিনি সকলকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেন। আমরা সবাই তাঁর কাছ থেকে ছোট ছোট উপহার পেয়েছি।’
মোহন বলেন, ‘এখন আপনারা ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত সিনেমা দেখেন, সেগুলি বেশিরভাগ ছোট ছোট শিশুদের সামনেই দেখতে পারেন না আপনারা। বিনোদন এখন অনেক বেশি বিষাক্ত এবং হিংসাত্মক হয়ে উঠেছে। তবে এই সিনেমায় আপনি একটি সহজ বন্ধুত্বের ছবি দেখতে পাবেন।’