‘ডন’ ও ‘ডন ২’ অসাধারণ সাফল্যের পর এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ডন ৩’। ফারহান আখতার পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং এবং কিয়ারা আদবানি। তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর, এই ছবির হাত ধরেই নাকি আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি ফারহান শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেছেন। ছবির গল্প এবং চরিত্রের বিবরণ শুনে শাহরুখ রাজি হয়েছেন কাজ করতে। যদিও এই মুহূর্তে কিং খান নিজের পরবর্তী ছবির জন্য ভীষণ ব্যস্ত কিন্তু ফারহানের বন্ধুত্বের কথা মাথায় রেখে তিনি এই ক্যামিও চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
প্রতিবেদন অনুযায়ী আরও জানা গিয়েছে, এই ছবিতে হয়তো প্রিয়াঙ্কা চোপড়াও অভিনয় করতে পারেন। তবে ফারহান প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেছেন কিনা বা প্রিয়াঙ্কা রাজি হয়েছেন কিনা সেই বিষয় নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এটুকু নিশ্চিত শাহরুখ এবং প্রিয়াঙ্কা যদি একসঙ্গে আবার জুটি বাঁধেন, তা নিঃসন্দেহে এই ছবির জন্য একটি বড় পজেটিভ দিক হয়ে উঠবে।
প্রসঙ্গত, ‘ডন ৩’ ছবিটি অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু এই ছবিতে শাহরুখের বিপরীতে রণবীরের অভিনয় করার কথা জানার পর সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ট্রোল হতে থাকেন রণবীর। অন্যদিকে কিয়ারাও অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় পিছিয়ে যায় ছবির কাজ।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
প্রসঙ্গত, যেহেতু এই মুহূর্তে রণবীর, শাহরুখ, প্রিয়াঙ্কা, কিয়ারা প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত রয়েছেন তাই আপাতত এই ছবির শ্যুটিং পিছিয়ে দেওয়া হয়েছে। শ্যুটিং শুরু হবে আগামী বছরের প্রথম দিকে। তবে সবশেষে আবারও বলতেই হয়, এই ছবির জন্য যদি শাহরুখ এবং প্রিয়াঙ্কা দুজনে রাজি হয়ে যান তাহলে নিঃসন্দেহে সিনেমাটি একটি ব্লকবাস্টার সিনেমা হিসেবে বিবেচিত হবে।