শাহরুখ খানের জন্মদিনটাই কিন্তু একটা উৎসব। বিশেষ করে তাঁর ভক্ত-অনুরাগীদের জন্য। তা এই বিশেষ দিনে খোদ কিং খানের কী প্ল্যান? চলুন সেটাই জেনে নেওয়া যাক।
এক নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবেদন অনুসারে খুব ছিমছামভাবেই জন্মদিন পালন করবেন তিনি। Pinkvilla-কে একসূত্র জানিয়েছে আজ ভক্তদের সঙ্গে দেখা করার পরিকল্পনা আছে শাহরুখের। মুম্বইয়ের তাজ হোটেলে হবে এই দেখা করা আর কেক কাটা। শাহরুখের এক ফ্যানক্লাবের তরফে এই মিট অ্যান্ড গ্রিট আয়োজন করা হয়েছে। সূত্রের মতে, ‘উনি ধন্যবাদ জানাতে চান এই শক্ত সময়ে তাঁর পাশে থাকার জন্য, যেভাবে সকলে তাঁকে উৎসাহ দিয়েছেন।’ আরও পড়ুন: জন্মদিনের রাতে এল সেই বিশেষ মুহূর্ত, মন্নতের ব্যালকনিতে শাহরুখ, সঙ্গে আব্রাম
প্রতিবারের মতো এবারও জন্মদিনের রাতেই মন্নতের ব্যালকনিতে চলে আসেন শাহরুখ। এবার তাঁকে সঙ্গ দেয় ছোটছেলে আব্রাম খানও। কালো টি-শার্টে দেখা মিলল তারকার। সবার উদ্দেশে হাত নাড়লেন, চুমু ছুঁড়লেন, বাংলোর বাইরে জমা হওয়া সকলের সঙ্গে তুললেন সেলফিও। সব মিলিয়ে ভক্তদের খুশ করে দিয়েছেন তিনি। আরও পড়ুন: শাহরুখের জীবনের দারুণ কিছু মুহূর্ত! হলপ করে বলা যায়, এর বহু ছবিই আগে দেখেননি