‘আমি ভেবেছিলাম, তোমাকে ফোন করব!’ আইফা ২০২৪-এর জন্য মুম্বইয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে স্বয়ং কিং খানের মুখ এই মন্তব্য শুনে ঠিক কী মনে হয়েছিল বলুন তো বলিউডের নতুন সেনসেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? এর উত্তর একমাত্র অভিষেকের কাছেই থাকলেও, একথা বলাই যায় যে সময়টা বড্ড ভালো যাচ্ছে তাঁর। আসলে ‘পাতাললোক’ থেকে ‘স্ত্রী’ সিরিজ, ‘অপূর্বা’, ‘ভেড়িয়া’ কিংবা ‘ভেদা’— প্রত্যেক ছবিতেই দুর্দান্ত অভিনয় করে আসমুদ্র হিমাচলের মন জয় করে নিয়েছেন এই তরুণ বাঙালি অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতায় বুঁদ আট থেকে আশি! সেই ভক্তকুলে যে খোদ বলিউডের বাদশাও রয়েছেন, এবার সেটাও সকলের সামনে প্রমাণ হয়ে গেল। একেবারে নিজস্ব ঢঙেই সেকথা স্বীকার করে নিলেন শাহরুখ খান। ‘স্ত্রী-২’-এ তাঁর অসাধারণ চরিত্রাভিনয়ের জন্য অভিষেককে দরাজ সার্টিফিকেটও দিয়েছেন বাদশা। এও কি কোনও পুরস্কার বা সম্মান প্রাপ্তির থেকে কম কিছু নাকি!