1 মিনিটে পড়ুন Updated: 16 Oct 2023, 09:51 AM ISTSubhasmita Kanji
Shah Rukh Khan-Rani Mukherji: কুছ কুছ হোতা হ্যায়। নামটা শুনলেই ৯০ এর দশকের গোড়া এবং ৮০ দশকের ছেলে মেয়েদের কাছে একরাশ স্মৃতি ভিড় করে আসে। আর দেখতে দেখতে সেই ছবিই ২৫ বছর পার করে ফেলল।
শাহরুখ খান মানেই অনেক কিছু শিক্ষণীয়। রবিবার তিনি যেন সকলকে বিশেষ করে তাঁর পুরুষ ভক্তদের নতুন করে জেন্টলম্যান কী করে হতে হয়, বন্ধু, সঙ্গীর কী করে খেয়াল রাখতে হয় সেটাই শেখালেন। রবিবার, ১৫ অক্টোবর ২৫ বছর পূর্ণ করল কুছ কুছ হোতা হ্যায়। সেই ছবির ২৫ বছর হল যা একটা গোটা প্রজন্মকে বন্ধুত্ব, ভালোবাসা শিখিয়েছিল বলা যায়। যা আজও অনেকের কাছেই নস্টালজিয়া। আর এই বিশেষ দিন উপলক্ষ্যে এদিন একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানকারই একটি ভিডিয়ো বর্তমানে ভাইরাল। কী ভিডিয়ো? বন্ধু রানির কীভাবে যত্ন নিচ্ছেন শাহরুখ সেটার।
কুছ কুছ হোতা হ্যায়র স্পেশাল স্ক্রিনিংয়ে শাহরুখ খান রানি মুখোপাধ্যায়
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে শাহরুখ খান রানি মুখোপাধ্যায়ের পিছন পিছন তাঁর আঁচল ধরে হাঁটছেন। অভিনেত্রীর আঁচল যাতে ময়লা না হয়ে যায় সেই জন্যই তিনি এভাবে হাঁটছিলেন। ভিডিয়ো ভাইরাল হতেই কিং খানের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।
একজন পাপারাৎজি এই ক্লিপ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই সকলে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'জেন্টেলম্যান কেমন হয় শিখে নিন। দেখুন কীভাবে রানি মুখোপাধ্যায়ের শাড়ির আঁচল ধরে আছেন।' কেউ আবার লেখেন, 'এই জন্যই তিনি কিং খান।' ' কী মিষ্টি লাগছে ওদের এই সম্পর্কটা দেখে' মত আরেক নেটিজেনের।