সারেগামাপায় প্রতিযোগীদের গানের যেমন প্রশংসা করেন বিচারকরা তেমনই ভুল ধরাতেও ছাড়েন না। সম্প্রতি ভুল ধরাতে গিয়ে চরম ট্রোল্ড হয়েছিলেন ইমন চক্রবর্তী এবং অন্তরা মিত্র। এবার ময়ূরী এবং যুগল কিশোরের ভুল ধরিয়ে ধমকের সুরে কী বললেন ইন্দ্রদীপ দাশগুপ্ত?
আরও পড়ুন: ‘অনেক প্রফেশনাল সিঙ্গার পারবে না; সোনুকে পাঠাব এটা’, সারেগামাপায় শ্রীজিতার গানে মজলেন রাঘব-জাভেদরা
কী ঘটেছে সারেগামাপায়?
গত শনিবার, ২১ সেপ্টেম্বর সবার শেষে পারফর্ম করেন যুগল কিশোর। রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর টিমের এই প্রতিযোগী এদিন আপকা কেয়া হোগা জনবে আলি গানটি পারফর্ম করেন মুকাদ্দর কা সিকান্দর ছবি থেকে। যুগল যখন গানটি গাইছিলেন তখন জোজো, কৌশিকী চক্রবর্তী সহ অন্যান্য বিচারকদের নাচ করতে দেখা যায়। কিন্তু তাঁর গান গাওয়া শেষ হতেই তাঁকে গানটা আসলে কীভাবে গাইতে হবে সেটার পাঠ পড়ান শান্তনু মৈত্র।
অন্যদিকে জাভেদ আলি বলেন, 'তুমি গলা দিয়ে গান গাও। কখনও কখনও নাভি দিয়েও গান গাও। ওটা দরকার।' সবার শেষে ফিডব্যাক দেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সেখানে তিনি একপ্রকার ধমক দেন যুগলকে। বলেন, 'আমি আগে বলেছি, আবারও বলছি সুরে মন দাও। সুর তাল সবার আগে। তারপর বাকি সব।'
ময়ূরীকে ধমক ইন্দ্রদীপ এবং শান্তনুর
এর আগের পর্বে ময়ূরী পিয়া তু আব তো আজা পারফর্ম করেন। কিন্তু সেখানে তিনি গান গাওয়ার বদলে বেশি নাচে মন দিয়ে ফেলেন। আর এরপরই তাঁকে রীতিমত কটাক্ষ করেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। বলেন, 'প্রেজেন্টেশন খুব ভালো। কিন্তু গানের উপর গ্রিপটা ছিল না। তোমার ড্যান্সিং স্কিল ভালো। কিন্তু এটা তো গানের কম্পিটিশন। তো তাই আমরা গানকে প্রাধান্য দেব নম্বর দেওয়ার সময়। তাই তোমার এই পারফরমেন্স আমাদের বেশ দুর্বল মনে হয়েছে।' অন্যদিকে শান্তনু মৈত্র এবং অন্তরা মিত্র তো রীতিমত গানটার কোন কথা কীভাবে গাইতে হবে সেটা তাঁকে শিখিয়ে দেন।
আরও পড়ুন: সোমবার সকলেই রটে ভুয়ো মৃত্যুর খবর, এখন কেমন আছেন মনোজ মিত্র? কী জানালেন অভিনেতার জামাই?
আরও পড়ুন: 'KK -কে চিনতেন না, কিন্তু কুণালকাকুকে চেনেন', রূপঙ্করকে কটাক্ষ BJP -র মুখপাত্র তরুণজ্যোতির
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।