বাংলা নিউজ > বায়োস্কোপ > Saregamapa-Bullet: গান নয়, সারেগামাপায় গিয়ে প্রেমে মজেছেন বাংলার বুলেট! সানি লিওনকে দেখে কী করলেন?
পরবর্তী খবর
Saregamapa-Bullet: গান নয়, সারেগামাপায় গিয়ে প্রেমে মজেছেন বাংলার বুলেট! সানি লিওনকে দেখে কী করলেন?
1 মিনিটে পড়ুন Updated: 08 Oct 2023, 11:51 AM ISTSubhasmita Kanji
Saregamapa-Bullet: সারেগামাপার মঞ্চে অতিথি হয়ে এলেন সানি লিওন। তাঁকে দেখেই উড়ু উড়ু মন বুলেটের। জমিয়ে নাচলেন অভিনেত্রীর সঙ্গে।
সারেগামাপায় গিয়ে প্রেমে মজেছেন বাংলার বুলেট!
সিরিয়ালের পাশাপাশি এমন কিছু রিয়েলিটি শো আছে যা দর্শকরা দেখতে বড়ই পছন্দ করেন। আর তেমনই একটি শো হল সারেগামাপা। এখানে এবার বাংলার একাধিক প্রতিযোগী আছেন। এঁদের মধ্যে অন্যতম হল বুলেট। বাংলার সারেগামাপায় নজর কেড়ে তিনি এবার হিন্দিতে গিয়েছেন। সেখানে গিয়ে গানের পাশাপাশি ভালোবাসার আবেশ ছড়াচ্ছেন তিনি। কিন্তু একি! এদিন সানি লিওনকে দেখে এটা তিনি কী করলেন!
সারেগামাপার মঞ্চে বুলেট এবং সানি
এবারের সারেগামাপায় সঞ্চালক আদিত্য নারায়ণ থেকে বিচারকরা সকলেই বুলেট এবং বিজয়লক্ষ্মীকে খ্যাপান। তাঁরাও বিষয়টা বেশ এনজয় করেন। কিন্তু হলে কি হবে বুলেটের মন এতই উড়ু উড়ু যে সেটা বিজয়লক্ষ্মীর মোটেই পছন্দ নয়। এদিন দেখা যায় সে বুলেটের উপর রাগ করেছেন। আর তিনি গোলাপ দিয়ে তাঁর রাগ ভাঙানোর চেষ্টা করছেন। বলছেন তিনি কেবল ওঁর সঙ্গেই নাচ করবেন। কিন্তু ওই যে, প্রমিজ করাই হয় ভাঙার জন্য!
এরপরই মঞ্চে সানি লিওনকে আসতে দেখা যায়। আর তাঁকে দেখেই আরও একবার নেচে ওঠে বুলেটের মন। গাইতে গাইতে অভিনেত্রীর সঙ্গে তাঁকে নাচ করতেও দেখা যায়। এবার বিজয়লক্ষ্মী তাঁর কী হাল করেন সেটাই দেখার!
জি টিভির তরফে প্রকাশ্যে আনা হয়েছে এদিনের প্রোমো। সেখানেই সারেগামাপার গোটা টিমকে এভাবেই মজা করতে দেখা যাচ্ছে। এখানে এবার বাংলার অ্যালবার্ট কাবো আছেন। তিনি তাঁর গানের জাদুতে সবার মন কেড়ে নিয়েছেন। রেকর্ড করেছেন তাঁর প্রথম সোলো গান।