
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির দিন ফুরিয়েছে। আর দাদাগিরি সিজন ১০ শেষ হতেই আসছে সারেগামাপা লেজেন্ডস। আর এই প্রথমবার কোনও রিয়েলিটি শোতে সঞ্চালক হিসেবে আসছেন অনির্বাণ ভট্টাচার্য। সারেগামাপার এই নতুন অধ্যায়ের সূচনা ঘটবে আজ অর্থাৎ ১১ মে থেকেই। শনিবার রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচার শুরু হবে এই শোয়ের। প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে দাদাগিরির জায়গায় দেখা যাবে এই শো। আর নাম থেকেই বোঝা যাচ্ছে এই শোতে স্বর্ণযুগের বিভিন্ন শিল্পীদের গান শোনা যাবে।
জি বাংলার তরফে সারেগামাপা লেজেন্ডসের প্রথম পর্বের প্রোমো প্রকাশ্যে নিয়ে এসেছে। সেখানে দেখা যাচ্ছে জলি মুখোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, অনীক ধর প্রমুখ গান গাইছে। সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য।
আরও পড়ুন: বিমান ছেড়ে মায়ের প্রচার গাড়ির চালকের আসনে শিবেন্দ্র, ছেলেকে পাশে পেয়ে আত্মবিশ্বাসে ডগমগ জুন
সারেগামাপা লেজেন্ডসের প্রথম পর্বে শোনা যাবে আরডি বর্মন এবং কিশোর কুমারের গান। অনির্বাণকেও গলা মেলাতে শোনা যাবে। বাবুম সুপ্রিয় এই দুই মহান গায়ক এবং সঙ্গীত পরিচালকের বিষয়ে বলেন, 'সার্থক জনম আমাদের যে আরডি বর্মন এবং কিশোর কুমার জন্মেছিলেন আমাদের এই দেশে।'
আরও পড়ুন: 'যাকেই ভালো লাগে সেই...' টেলি দুনিয়ার মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি, কেন বিয়ে করলেন না ঋ?
এদিন এই পর্বের প্রোমো পোস্ট করে চ্যানেলের তরফে লেখা হয়, 'বাংলা টেলিভিশনে প্রথমবার, ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পীদের সবচেয়ে বড় সঙ্গীত সমারোহ, আসছে সারেগামাপা লেজেন্ডস! আজ থেকে শনি ও রবি রাত সাড়ে নয়টায়।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports