Mainul Ahsan Nobel detained: প্রতারণার মামলায় ডিবির হাতে আটক নোবেল। চলছে জিজ্ঞাসাবাদ।
ফের চর্চায় নোবেল
বিতর্ক আর নোবেল এই দুটো যেন সমার্থক শব্দ। একটা বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েন সারেগামাপা খ্যাত এই বাংলাদেশি গায়ক। গত মাসেই মত্ত অবস্থায় স্টেজে পারফর্ম করতে উঠে জুতোর বাড়ি জুটেছিল কপালে, এরপর সালসাবিল আহমেদের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয় নোবেলের। প্রাক্তন স্বামী মাদকাসক্ত, নিয়মিত ৪ লক্ষ টাকার ড্রাগস নেয়- এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন সালসাবিল আহমেদ। এর মাঝেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের হাতে আটক হলেন গায়ক, খবর সে দেশের সংবাদমাধ্যম সূত্রে।
জানা গিয়েছে প্রতরণার মামলায় ডিবির হেফাজতে নোবেল, চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে জেরা করা হচ্ছে নোবেলকে। অনুষ্ঠানের জন্য ১ লক্ষ ৭২ হাজার টাকা (বাংলাদেশি মুদ্রায়) অগ্রিম নিয়েছিলেন নোবেল, কিন্তু নির্দিষ্ট দিনে হাজির হননি। এই মর্মে গত শুক্রবার মতিঝিল থানায় একটি মামলা করা হয় নোবেল-ম্যানের নামে।
শরীয়তপুরের এক হাইস্কুলের রি-ইউনিয়ন অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল নোবেলের। কিন্তু টাকা নিয়েও শেষমেশ গরহাজির থাকেন গায়ক। এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি হিসাবে মো. সাফায়েত ইসলাম চারদিন আগে থানায় নোবেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। সেই মামলার সূত্র ধরেই গোয়েন্দাদের জেরার মুখে নোবেল। শো করার প্রতিশ্রুতি দিয়ে নেওয়া অর্থ আত্মসাৎ করেছেন নোবেল, এমনই অভিযোগ। আরও পড়ুন-‘নেশা ছাড়লে তো আগেই..’, মদ ছাড়বেন না নোবেল! গায়ককে ডিভোর্স দিলেন সালসাবিল