বাংলা নিউজ > বায়োস্কোপ > চাষে বিনিয়োগ করে সর্বস্ব খোয়ান রাজেশ কুমার, অভিনয় ছাড়ার পর কেমন কেটেছে সারাভাই ভার্সেস সারাভাই অভিনেতার?
পরবর্তী খবর
চাষে বিনিয়োগ করে সর্বস্ব খোয়ান রাজেশ কুমার, অভিনয় ছাড়ার পর কেমন কেটেছে সারাভাই ভার্সেস সারাভাই অভিনেতার?
1 মিনিটে পড়ুন Updated: 25 Nov 2023, 11:10 PM ISTSubhasmita Kanji
Sarabhai Vs Sarabhai: ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল সারাভাই ভার্সেস সারাভাই। এখানেই অভিনয় করেছিলেন রাজেশ কুমার। কিন্তু অভিনয় ছাড়ার পর কী করেছিলেন তিনি? কেমন কেটেছে তাঁর জীবন?
অভিনয় ছেড়ে রাতারাতি চাষী হয়ে যান সারাভাই ভার্সেস সারাভাই খ্যাত রাজেশ কুমার!
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন রাজেশ কুমার। তিনি মূলত কমিক চরিত্র করার জন্যই খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর কমিক টাইম এবং সেন্স দুই নজরকাড়া। তাঁকে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল। এর মধ্যে আছে সারাভাই ভার্সেস সারাভাই, বা বহু অউর বেবি, ভূত রাজা অউর রানি, ইত্যাদি। তবে তিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেন সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকের জন্য। তবে বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে সরে দাঁড়িয়েছেন। অভিনয় ছাড়ার পর তবে জীবন কেমন ভাবে কাটছে, কী কী করছেন সবটাই জানালেন একটি সাক্ষাৎকারে।
২০১৭ সালে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন রাজেশ কুমার। এবং চাষাবাদে মন দেন। এই প্রসঙ্গে তিনি এই সাক্ষাৎকারে জানান, '২০১৭ সালে অভিনয় ছেড়ে দিই এবং যেখান থেকে আমার সফর শুরু হয়েছিল সেখানে, অর্থাৎ আমার গ্রামে ফিরে যাই গয়ায়। আমি সেখানে গিয়ে আমার বাবাকে বলি আমি চাষ করতে চাই। উনি ভেবেছিলেন এটা হয়তো আমি বড় জোর ২-৩ মাস করব, তারপর ফিরে যাব। কিন্তু আমি সম্পূর্ণ ভাবেই অভিনয় ছেড়ে দিয়েছিলাম।'
অভিনেতা এদিন আরও জানান যে তিনি গ্রামে ফিরে বীজ বপন করা থেকে নিজের হাতে চাষ করা সবটাই করেছেন। তিনি যাওয়ার আগে প্রায় ৩০ বছর ধরে সেখানে কোনও বন্যা হয়নি। তবে তিনি যে বছর গ্রামে ফিরে যান সে বছরই তুমুল বৃষ্টি আর বন্যা হয়। ফলে নষ্ট হয়ে যায় সমস্ত ফসল।