সাইবার ক্রাইমের শিকার রুক্মিণী মৈত্র। হ্যাকারদের কবলে নায়িকার ফেসবুক প্রোফাইল। আর সেই কথা জানিয়ে শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। রুক্মিণীর শেয়ার করা খবরে চিন্তিত জিৎ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই রুক্মিণীকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন নায়ক-প্রযোজক।
রুক্মিণী মৈত্রর ফেসবুক হ্যাক
ইনস্টাগ্রাম স্টোরিতে রুক্মিণী লেখেন, ‘সবাইকে জানাচ্ছি যে আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। এবং সেই প্রোফাইল থেকে নানারকম মেসেজ যাচ্ছে। ওই মেসেজের কোনও উত্তর দেবেন না। সকাল থেকেই আমাকে অনেকে বিষয়টি জানিয়েছেন। আমার সোশ্যাল মিডিয়া টিম পুরো বিষয়টা খতিয়ে দেখছে। খুব শীঘ্রই আবার ফিরব।’
আরও পড়ুন: ডেবিউর আগে না বলেছিলেন ৫টি ছবিতে, জানেন সলমনকে পাশে পেয়ে কী ভাবে বদলে যায় রবিনার ভাগ্য
রুক্মিণী মৈত্রর পোস্ট
এ দিন দুপুরের দিকে ফের আরও একটি বার্তা দেন রুক্মিণী। সেখানে সবাইকে সাবধান করে দেন যাতে কেউ তাঁর থেকে পাওয়া কোনও মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ যেন অ্যাকসেপ্ট না করেন। সেখানে তিনি লেখেন, ‘সবাইকে জানাচ্ছি যে কেউ যদি আপনাদের সঙ্গে আমার ফেসবুক পেজ থেকে বা আমার ছবি লাগানো প্রোফাইল পিকচার আছে এমন নিশা নামক কোনও আইডি থেকে যোগাযোগ করে তাহলে প্লিজ কেউ উত্তর দেবেন না। আমার টিম এখনও কাজ করছে বিষয়টা নিয়ে।’
আরও পড়ুন: পয়লা বৈশাখের বিকেলে সাবেকি বাঙালি সাজ চান? টিপস নিন স্বস্তিকা-সোহিনীদের থেকে
রুক্মিণীর পাশে জিৎ
রুক্মিণীর এই পোস্টেই জিৎ লেখেন, ‘আরে পাগলি এ কী হল! আমি জানি এগুলো দেখাশোনা করার জন্য তোমার অত্যন্ত দক্ষ একটা টিম আছে। কিন্তু যদি তোমার ঠিক মনে হয় তাহলে আমি আমার টিমকেও বিষয়টা খতিয়ে দেখতে বলতে পারি।’
আরও পড়ুন: ইরফান-সুতপার পুরনো ছবি শেয়ার করে আবেগঘন বাবিল; বললেন, ‘বৃষ্টিতে নাচ করার মুহূর্তে..’