জানুয়ারিতেই চার হাত এক হচ্ছে রবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যর। আপাতত বেশ রমরমা আয়োজন। প্রায় বছর চারেক প্রেমপর্বের পর এবার ছাদনাতলায় যাওয়ার পালা। ইতিমধ্যেই প্রি ওয়েডিংয়ের ভিডিয়ো সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন এই জুটি। আর এবার তাঁদের দেখা গেল আইবুড়ো ভাত খেতে।
একেবারে ক্যাজুয়াল লুকেই আইবুড়ো ভাত খেলেন শ্বেতা ও রুবেল। আর তাঁদের জন্য এই আয়োজন করেছিলেন টলিপাড়ার সেলেব ডিজাইনার রুদ্র সাহা। দেখা গেল, হবু বর আর কনে, দুজনকেই মাথায় টোপর পরিয়ে দিলেন রুদ্র। আর টেবিলের উপর থরে থরে সাজানো খাবার।
আরও পড়ুন: রবিবার খাদানে কাবু হল সন্তান! ৩য় দিন বক্স অফিসে রাজের থেকে ৪ গুণ বেশি সংগ্রহ দেবের, মোট আয় কত
ও মা! নিজেই নিজের বউকে বরণ করতে শুরু করলেন রুবেল। এদিকে শ্বেতার হাসি আর থামছেই না। আর ক্যামেরা প্যান করতে দেখা গেল টেবিলের উপর থরে থরে খাবার সাজানো। ভাত, পোলাও, নানা রকমের ভাজা, শাক ডাল, কাতলা ও পার্সে মাছ, মটন। সঙ্গে মিষ্টি তো রইলই। দুজন দুজনকে আদর করে খাইয়েও দিলেন। সবশেষে কনগ্রাচুলেশন লেখা একটি কেক কাটলেন।
দেখুন-
শ্বেতা ও রুবেলের প্রেম পর্ব শুরু হয় যমুনা ঢাকিতে কাজ করার সময়। দুজনেই তখন স্টেডি রিলেশনে ছিলেন। আর দুজনেরই প্রায় এক সময় প্রেম ভাঙে। আর দুটো ভাঙা মন জোরা লাগে ধারাবাহিকের সেটে। অনস্ক্রিন কেমিস্ট্র এখন রমরমিয়ে চলছে অফ স্ক্রিনেও। আপাতত খবর রয়েছে ১৯ জানুয়ারি হবে শুভ কাজটা।
বিয়ের তারিখ নিয়ে যদিও গোপনীয়তা বজায় রেখেছেন এই টলি কাপল। এর আগে শ্বেতা সংবাদমাধ্যমের কাছে জানান, একেবারে লাল বেনারসি পরে টুকটুকে বউ সাজবেন তিনি। যদিও এই বিয়েতে কোনো কন্যাদান হবে না।
সম্পর্কের শুরু থেকেই, শ্বেতা আর রুবেলের প্রেমে অনুঘটক হিসেবে কাজ করেছে। বলা ভালো, বাড় থেকে অ্যারেঞ্জ করা হয় দুজনের প্রেমটা। শ্বেতার বাড়িতে তো গত বছর জমিয়ে জামাইষষ্ঠীও খেয়ে এসেছিল রুবেল। এমনকী, প্রেমিকের পরিবারের ঘরের মানুষ হয়ে উঠেছেন কোন গোপনে মন ভেসেছে অভিনেত্রী।