শাকিব খানের টিমের তরফেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। গল্প শুনে তাঁর ভালো লেগেছে, আর সেকারণেই তিনি সম্মতি দিয়েছেন। তবে সিনেমায় অভিনয়ের জন্য প্রথমেই যে তিনি বাংলাদেশের ছবিকে বেছে নিয়েছেন এমনটা নয়, কলকাতাতেও তিনি বেশিকিছু কাজ করে ফেলেছেন বলে জানিয়েছেন ইধিকা।
ইধিকা-শাকিব
বাংলাদেশের শাকিব খানের নায়িকা হচ্ছেন বাংলার ইধিকা পাল। এমন গুঞ্জন বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার সেই খবরেই শিলমোহর দিলেন 'পিলু'র রঞ্জা। অভিনেত্রী ইধিকা পাল নিজেই জানিয়েছেন, হ্য়াঁ, তিনিই হচ্ছেন শাকিবের 'প্রিয়তমা'।
আনন্দবাজার অনলাইনকে ইধিকা জানিয়েছেন, এই সুযোগটা তাঁর কাছে হঠাৎই এসেছে। বাংলাদেশ থেকে শাকিব খানের টিমের তরফেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। গল্প শুনে তাঁর ভালো লেগেছে, আর সেকারণেই তিনি সম্মতি দিয়েছেন। তবে সিনেমায় অভিনয়ের জন্য প্রথমেই যে তিনি বাংলাদেশের ছবিকে বেছে নিয়েছেন এমনটা নয়, কলকাতাতেও তিনি বেশিকিছু কাজ করে ফেলেছেন বলে জানিয়েছেন ইধিকা। যদিও সেবিষয়টি তিনি এখনই তিনি খোলসা করতে চাননা বলে জানিয়েছেন অভিনেত্রী।
সিনেমায় অভিনয় করলেও সিরিয়ালে অভিনয় করা ছাড়ছেন না বলে জানিয়েছেন ইধিকা। তাঁর কথায়, সিরিয়াল দিয়েই কেরিয়ারের শুরুই, তাই ছোটপর্দাকে তিনি কখনওই ভুলবেন না, আবারও ভালো সুযোগ এলে তিনি ছোট পর্দায় ফিরবেন। প্রসঙ্গত ২০১৯-এ 'আরব্য রজনী', ‘কপলকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’, 'পিলু'র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন ইধিকা। তারমধ্যে 'রিমলি' ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে তিনিই ছিলেন। শেষবার তাঁকে 'পিলু' ধারাবাহিকে 'রঞ্জা'র চরিত্রে দেখা গিয়েছে।