স্যোশাল মিডিয়ায় জোর চর্চা ঋদ্ধিমা কাপুর সাহানির কিশোরী মেয়ে সামারাকে ঘিরে। আদর-আলেখা বিয়েতে গিয়ে দিদা নীতু কাপুরকে এক প্রকার ঠেলে সরিয়ে দেয় সে! পাপারাৎজিদের ক্যামেরাবন্দি সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। কিন্তু দিদাকে দেখে কেন এমন করল সামারা? মুখ খুললেন ঋদ্ধিমা।
শুক্রবার মুম্বইয়ে ঋদ্ধিমা তাঁর তুতোভাই অভিনেতা আদর জৈন এবং উদ্যোক্তা আলেখা আডবাণীর বিয়েতে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন। সেখানেই বিয়ে বাড়িতে ঢোকার আগে পাপারাৎজিদের ফটো জোনে এই ঘটনাটি ঘটে।
ভিডিয়োয় দেখা গিয়েছে প্রথমে হাসি মুখেই মা ঋদ্ধিমার সঙ্গে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দেয় সামারা। সেই সময়ই হঠাৎ পাশ থেকে এসে পড়েন তার দিদা অভিনেত্রী নীতু কাপুর। নীতু এসেই হাত বাড়িয়ে সামারার কাঁধে হাত দিতে যায়। আর তখন মুখ থেকে হাসি চলে যায় সামারার। ফ্যাকাশে মুখে দিদাকে ঠেলে সরিয়ে দিতে চায় সে। যদিও নীতু সেই সময় তাকে সামলে নিয়ে তার পাশে দাঁড়িয়েই হাসি মুখে ক্যামেরায় পোজ দেয়। কিন্তু একরাশ বিরক্তি ফুটে ওঠে সামারার মুখে। ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় আসতেই ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল।
আরও পড়ুন: রূপকথার মতো সুন্দর! ১৩ বছর প্রেম, বিয়ে করলেন বাংলাদেশের মেহজাবিন, কী করেন পাত্র?
কিন্তু হঠাৎ করে পারিবারিক অনুষ্ঠানে দিদাকে দেখে কেন এমন করে ঋদ্ধিমা-কন্যা? ঋদ্ধিমার কথায়, ‘পুরো ব্যাপারটাই অস্বাভাবিক হয়ে গিয়েছিল। সামারা কেবল পোজ দেওয়ার চেষ্টা করছিল। ও বিরক্ত হয়নি। ও খুব উত্তেজিত ছিল, এতটাই যে গাড়িতে বার বার বলছিল ‘ওহ মাই গড, আমি নিশ্চিত ফটোগ্রাফাররা থাকবে এবং আমি এইরকম পোজ দেব।’ কিন্তু পাপারাৎজিরা আমাদের একসঙ্গে আসতে বলছিলেন, এদিকে ওর একা ছবি তোলার ইচ্ছে। তাই ও ওরকম করে, ও মোটেই ওর দিদার প্রতি বিরক্ত ছিল না।’
ঋদ্ধিমা আরও জানান যে, সমাজমাধ্যমে এই ধরনের কথাবার্তা শুনে সামারা নিজেও অবাক হয়ে গিয়েছিল। তাঁর কথায়, 'সামারা ভাবছিল, ‘আমি কখন ধাক্কা দিয়েছিলাম? আমি নিজে পোজ দেওয়ার চেষ্টা করছিলাম। আমি কেবল আমার হাত বাড়িয়ে আরাম করার চেষ্টা করছিলাম আর পোজ দিচ্ছিলাম। আমি কখনও কাউকে ধাক্কা দিইনি।’
আরও পড়ুন: ‘এটাতেই শ্যুটিং করব…', উত্তম কুমারের জনপ্রিয় ছবিতে ব্যবহৃত গাড়ির অবাক করা গল্প
তিনি আরও জানান যে, এই ঘটনার পর সামারা জনসাধারণের সামনে ওর ভাবমূর্তি সম্পর্কে আরও সচেতন হয়ে উঠছে। আসলে সে যা করতে চায়নি, পাপারাৎজিরা তার উপর সেই আচরণের দায় চাপিয়ে দিয়েছে।
তবে এর আগে এয়ারপোর্টে নিজের আচরণের কারণে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল সে কথা মনে করে সামারা ঋদ্ধিমাদের বলেছিল, 'গতবার আমি বোকার মতো কাজ করেছিলাম, তখনও ওঁদের সমস্যা হয়েছিল। এখন যখন আমি কিছু করিনি তখনও আবার ওঁদের সমস্যা হচ্ছে!' ঋদ্ধিমার কথায়, ‘আজকালকার বাচ্চারা এই সমস্ত বিষয়ে আরও সচেতন। অনেক এক্সপোজার আছে। তবে আমি এবং আমার মা প্রতিদিন ওর সঙ্গে এই সম্পর্কে নানা কথা বলি। সুবিধা, অসুবিধা, ভালো, খারাপ যাতে এটা ওর উপর প্রভাব না ফেলে।’
কাজের সূত্রে রিদ্ধিমাকে সর্বশেষ দেখা গিয়েছিল রিয়েলিটি সিরিজ ‘ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’ -এ।