
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দেখতে দেখতে তিন বছর অতিক্রান্ত! ২০২০ সালের ১৪ই জুন সুশান্ত সিং রাজপুতের ‘আত্মহত্যা’র খবরে কেঁদে উঠেছিল গোটা দেশ। তিন বছর আগের আজকের দিনেই বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতার ঝুলন্ত দেহ। সেইসময় মুম্বই পুলিশ জানিয়েছিল আত্মহত্যা করেছেন পর্দার ধোনি। সেই নিয়ে বিতর্ক কম হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০২০ সালের অগস্ট মাসে এই মামলার তদন্তভার গিয়েছিল সিবিআইয়ের হাতে।
তিন বছর পরেও সুশান্ত মামলার চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। আত্মহত্যা নাকি খুন? সেই প্রশ্নের উত্তর অধরাই রয়েছে। সুশান্তের মৃত্যুর পর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল অভিনেতার লিভ ইন পার্টনার রিয়া চক্রবর্তীকে। বারবার সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন রিয়া, মাদক-কাণ্ডে জেলে পর্যন্ত যেতে হয়েছে। সুশান্ত মামলার জেরে রিয়ার কেরিয়ারও থমকে গিয়েছিল, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন প্রয়াত অভিনেতা বান্ধবী। সুশান্তের মৃত্যুবার্ষিকীতে নেটমাধ্য়মে তাঁকে স্মরণ করলেন রিয়া।
এদিন পিঙ্ক ফ্লয়েডের ‘উইশ ইউ ওয়ার হিয়ার’ গানে সুশান্তকে মনে করলেন রিয়া, ভাগ করে নিলেন দুজনের আদুরে ভিডিয়ো। লাদাখের পাহাড়ি পরিবেশে পরস্পরকে আগলে বসে রয়েছেন রিয়া-সুশান্ত। জুটির খুনসুটিতে ভরা এই ভিডিয়ো দেখে মন ভারাক্রান্ত সবার। পাথরের টিলার উপর বসে রয়েছেন সুশান্ত-রিয়া। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিয়োয় খিলখিলিয়ে হাসতে আর আলিঙ্গন করতে দেখা গিয়েছে দুজনকে। ২০১৯ সালে লাদাঘ ঘুরতে গিয়েছিলেন তাঁরা, খুব সম্ভবত সেই সময়ের ভিডিয়ো এটি।
ভিডিয়োর বিবরণীতে একটি হৃদয়ের এবং অসীম (ইনফিনিটি)-এর ইমোটিকন যোগ করেছেন রিয়া। সুশান্তের মৃত্যুর পর তাঁর জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকীতে দুজনের অদেখা কিছু মুহূর্ত নিয়ম করে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন রিয়া।
রিয়ার এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়ল। রিয়ার অনুরাগীরা, তাঁকে মন শক্ত করার বার্তা দিয়ে লেখেন- ‘সুশান্ত সব সময় তোমার সঙ্গেই রয়েছে’। অপর একজন লেখেন, ‘তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন’। যদিও সুশান্ত ভক্তদের অনেকেই রিয়ার এই পোস্টকে ‘লোক দেখানো শোকপ্রকাশ’ বলে কটাক্ষ করতে ছাড়েননি।
সুশান্তের মৃত্যুর পর রাতারাতি পাল্টে যায় রিয়ার জীবন। বিতর্ক হয় সঙ্গী। সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করা হয় রিয়াকে। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়াকে 'খুনি' তকমা দেয় নেটিজেনরা। মিডিয়া ট্রায়ালের মুখে পড়েন অভিনেত্রী। এরপর মাদক মামলায় গ্রেফতারির পর ২৮ দিন বাইকুল্লা জেলেবন্দি ছিলেন সুশান্তের লিভ ইন পার্টনার। জামিন পাওয়ার পরেও দীর্ঘ দিন নিজেকে চার দেওয়ালের ঘেরাটোপে রেখেছিলেন রিয়া। নিন্দা-কটাক্ষ, হাজতবাস— পেরিয়ে সময়ের সঙ্গে নিজেকে খানিক সামলে নিয়েছেন রিয়া। ফিরেছেন কাজে। এই মুহূর্তে ‘রোডিজ-কর্ম ইয়া কাণ্ড’-এর মেন্টর হিসাবে দেখা যাচ্ছে তাঁকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports