Rashid Khan: ফের স্বাস্থ্যের অবনতি, ভেন্টিলেশনে রাশিদ খান-রিপোর্ট
1 মিনিটে পড়ুন Updated: 09 Jan 2024, 02:24 PM ISTRashid Khan: ভেন্টিলেশনে আছেন রাশিদ খান। ধীরে ধীরে অবনতি হচ্ছে তাঁর স্বাস্থ্যের। এমনটাই রিপোর্টে জানানো হয়েছে।
ভেন্টিলেশনে রাশিদ খান
ভেন্টিলেশনে রাশিদ খান
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাশিদ খান। মাস খানেক ধরেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর ভক্তরা। বারবার হাসপাতাল থেকে আসা খবরের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। এতদিন পর এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী রাশিদ খান। মঙ্গলবার, ৯ জানুয়ারি সকাল থেকেই জানা যায় যে ফের ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। মাঝে কদিন তিনি ঠিক থাকলেও, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও এদিন তাঁকে ফের আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তিনি এখন ভেন্টিলেশন সাপোর্টে আছেন।
২০২৩ সালের শেষ দিকটায় খানিক সুস্থ হয়ে উঠছিলেন রাশিদ খান। তবে এখন আবার জটিলতা বাড়ছে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তিনি আইসিইউতে আছে। রয়েছেন অক্সিজেন সাপোর্টে।
আরও পড়ুন: IMDb রেটিংয়ে ছাপিয়ে গেল ওপেনহাইমার-বার্বিকেও, নয়া নজির ১২ ফেলের
আরও পড়ুন: হামাস হামলায় গাজায় গুরুতর আহত ফাউদা খ্যাত অভিনেতা ইদান আমেদি, এখন কেমন আছেন?
প্রসঙ্গত বহুদিন ধরেই রাশিদ খানের ক্যানসারের চিকিৎসা চলছিল। তাবড় প্রস্ট্রেট ক্যানসার হয়েছিল। সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়লে শহরের বাইরে নিয়ে গিয়ে তাঁর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। এরপর থেকেই বছর ৫৫ এর এই শিল্পীর একটার পর একটা সমস্যা দেখা দিয়ে থাকে। হামেশাই তাঁর প্লেটলেট নেমে যেত। এরপর কিছুদিন আগে তাঁর স্ট্রোক হওয়ায় স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: শাহরুখ বলে নয়, কী কী নামে তাঁকে ডাকতে বলেন কিং খান ফাঁস করলেন শাহিদ-পত্নী মীরা