
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আজগুবি সব কান্ডকারখানা যদি শিল্প হয়, তবে তাঁকে শিল্পী বলাই চলে। অস্ত্রোপচার চলাকালীন লাইভ টুইট হোক বা মঞ্চে বিগ বি-র পায়ে পড়ে যাওয়া- বিচিত্র সব কাজকর্মে তাঁর জুড়ি মেলা ভার। আরও একবার সে কথাই প্রমাণ করলেন অভিনেতা।
বেয়ার গ্রিলসের সঙ্গে দুর্গম-বন্ধুর পরিবেশে অভিযান চালিয়েছিলেন রণবীর। সম্প্রতি নেটফ্লিক্সে সম্প্রচারিত হয় সেই অনুষ্ঠান। নাম 'রণবীর ভার্সেস ওয়াইল্ড উইদ বেয়ার গ্রিলস'। প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াই, আজগুবি সব খাবার! কী নেই! তবে এ সবই এখন ফিকে। যত উন্মাদনা শোয়ের একটি ভাইরাল ক্লিপ নিয়ে।
কী দেখা যাচ্ছে সেখানে?
গ্রিলসকে এক নাগাড়ে চুমু খেয়ে চলেছেন দীপিকা পাডুকোনের স্বামী। বাদ যাচ্ছে না গাল, গলা কিছুই! চুম্বনরত রণবীরের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ঠিক যে ভাবে চোখে পড়ছে গ্রিলসের অস্বস্তি। কী হচ্ছে, কেন হচ্ছে, কিছুই যেন বুঝে উঠতে পারছেন না!
এই অংশটুকুর ভিডিয়ো ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। তা নিয়ে হাসাহাসিও নেহাত কম নয়। রসিকতা করে একজন লিখেছেন, 'সম্ভবত বেয়ার গ্রিলের জীবনের সব চেয়ে ভয়ের মুহূর্ত'। অন্য জনের মন্তব্য, অনেক ভয়ঙ্কর প্রাণীর মোকাবিলা করলেও এই চুম্বন ওঁর জীবনে দু:স্বপ্ন হয়ে থাকবে।'
রণবীরের উপর বেজায় ক্ষুব্ধ দর্শকদের একাংশ। অনেকের মতেই, এ হেন আচরণ হেনস্থা ছাড়া আর কিছুই নয়। তাঁরা মনে করেন, অভিনেতার বিরুদ্ধে বেয়ারের অভিযোগ আনা উচিত।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports