প্রায় দু’দশক পরে বড় পর্দায় ফিরছে ‘ডন’। ফারহান আখতারের পরিচালনায় তৈরি হচ্ছে ‘ডন ৩’। বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হল ‘ডন’। ১৯৮৭ সালে প্রথম বড় পর্দায় মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’। তারপর ২০০৬ সালে পরিচালক ফারহান শাহরুখ খানকে নিয়ে বানান ‘ডন ২’। এবার ডন-এর আসনে বসবেন রণবীর সিং। তাঁর সঙ্গে কিয়ারা আডবানিও যে থাকছেন এই ছবিতে সেই কথাও কারও অজানা নয়।
এ বিমানবন্দরে অন্য মেজাজেই ধরা দিলেন অভিনেতা রণবীর সিং। মাথা থেকে পা পর্যন্ত কালো হুডিতে ঢেকে তিনি। চোখে কালো চশমা, মুখ ঢাকা মাস্কে। মুম্বই বিমানবন্দরে থেকে বেরিয়ে আসতেই পাপারাৎজ্জি লেন্সবন্দি করেন। পর্দায় আসার আগে পর্দার বাইরে একেবারে ডন অবতারে ধরা দেন রণবীর। নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে অভিনেতার এই ভিডিয়ো। নেটিজেনরা তাঁর মধ্যে খুঁজে পাচ্ছেন ‘ডন’কে। আরও পড়ুন: 'আমি বেঁচে আছি', বিভ্রান্তিকর মৃত্যুর খবরে মুখ খুললেন 'পঞ্চায়েত'-খ্যাত অভিনেত্রী
‘ডন’-এর তৃতীয় পর্বটিও ফারহান চেয়েছিলেন শাহরুখকে। কিন্তু শাহরুখ রাজি হননি। শাহরুখ প্রস্তাব ফেরানোয় ‘ডন ৩’-এর জন্য রণবীরকে নির্বাচিত করেন ফারহান। জানা গিয়েছে আগামী মাস থেকেই তাঁরা ট্রেনিং শুরু করবেন এই ছবির জন্য।