চলতি মাসেই মুক্তি পাবে অভিনেত্রী সারা আলি খানের পরবর্তী ছবি ‘আতরাঙ্গি রে’। এইমুহূর্তে ছবির প্রোমোশন নিয়ে দারুণ ব্যস্ত সইফ-অমৃতা কন্যা। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির গান 'চকাচক'। এই গানে ধনুষের সঙ্গে সারার হুক স্টেপ মুগ্ধ করেছে দর্শককে। প্রোমোশনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে অভিনেত্রীকে। সম্প্রতি দিল্লিতে হাজির হয়েছিলেন সইফ-কন্যা। আর সেখানেই রণবীর সিং-এর সঙ্গে সারার 'চকাচক' কীর্তি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।ইতিমধ্যেই মাধুরী দীক্ষিত এবং অনন্যা পান্ডে পা মিলিয়েছেন সারার 'চকাচক' গানের সুরে। এবার দিল্লিতে 'সিম্বা' কে পাওয়ামাত্রই তাঁকেও 'চকাচক' গানের সুরে নাচালেন সারা। সঙ্গ দিলেন নিজেও। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে এক বাগানের মধ্যে 'চকাচক' গানের সুরে নাচছেন সারা। আর তাঁর সঙ্গে তাল মিলিয়ে সঙ্গত দিচ্ছেন রণবীর। 'রকি' যেখানে পরে রয়েছেন জ্যাকেট এবং জিনস, সারা তখন বেনারসি স্যুটে পাশের বাড়ির মেয়ে। তবে রণবীর যেখানে হাজির সেখানে কি আর সবকিছু নিয়মমাফিক হওয়া সম্ভব? এক্ষেত্রেও তাঁর অন্যথা হল না। 'চকাচক' গানে রণবীর নাচলেন বটে তবে তা এক্কেবারে নিজস্ব ভঙ্গিমায়। গানের হুক ষ্টেপের সঙ্গে মিশিয়ে দিলেন সালসা এবং নাগিন ডান্স! আসন্ন ছবি ‘আতরাঙ্গি রে’তে সারার সঙ্গে অক্ষয় কুমার ও ধনুশকে দেখা যাবে। মজাদার ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে হাজির জনপ্রিয় পরিচালক আনন্দ এল রাই। ছবিতে রিঙ্কু সূর্যবংশীর ভূমিকায় রয়েছেন সারা আলি খান। অন্যদিকে সারার প্রেমিক সাজাদের চরিত্রে অক্ষয় কুমার এবং স্বামী বিষ্ণুর ভূমিকায় ধনুশ। 'চকাচক' গানে ধনুশের সঙ্গে নেচেছেন সারা। আগামী ২৪ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'আতরঙ্গি রে'।