বুধবার মুম্বইয়ের অ্যান্টিলিয়ায় শিব শক্তি পুজোর আয়োজন করেছিলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। উপস্থিত ছিলেন রণবীর সিং, শানায়া কাপুর, অনন্যা পান্ডে, সঞ্জয় দত্ত-সহ অসংখ্য বলিউড তারকা। [
বলিউড তারকাদের হাজির
কৈলাশ খের ছিলেন অ্যান্টিলিয়ায় ঢুকতে দেখা প্রথম সেলিব্রিটিদের একজন। মেহেন্দি অনুষ্ঠানেও পারফর্ম করেন। তিনি একটি নীল কুর্তা এবং বেইজ প্যান্ট বেছে নিয়েছিলেন। সঞ্জয়কে দেখতে পাওয়া গেল কলার লাগানো সাধারণ ক্রিম কুর্তা-পাজামা সেট।
আরও পড়ুন: নতুন মোড় সোহম-রেস্তোরাঁ কাণ্ডে! পুলিশের কাছে নেই ঘটনার সিসিটিভি ফুটেজ!
ভিতরে ঢোকার আগে রণবীর ছবি তোলেন, যার চুল উঁচু করে বাঁধা ছিল বান। তিনি একটি ক্রিম এবং সোনালি রঙের কুর্তা-পাজামা বেছে নিয়েছিলেন, এবং ম্যাচিং জুতির সঙ্গে তা পেয়ারআপ করেন।
আরও পড়ুন: টাইমস স্কোয়ারে সুরঙ্গনার ঠোঁটে ঠোঁট রাখলেন ঋদ্ধি, ছবি দেখে কী লিখলেন সৃজিত?
বেগুনি ও সোনালি রঙের লেহেঙ্গা সেটে অনন্যাকেও দারুণ দেখাচ্ছিল। তার চুল খোলাই রাখা ছিল।
আরও পড়ুন: অনন্তর বিয়ের আগে ফের পুজোর আয়োজন আম্বানিদের, পাপারাৎজিদের প্রসাদ পাঠালেন নীতা