1 মিনিটে পড়ুন Updated: 29 Nov 2023, 07:42 PM ISTSubhasmita Kanji
Randeep-Lin Marriage: বিয়ে সারলেন রণদীপ হুডা এবং লিন লায়শ্রম। মণিপুরী রীতিনীতি মেনে বিয়ে করলেন এই দুই বলি তারকা, প্রকাশ্যে এল ভিডিয়ো।
মণিপুরীতে রীতি মেনে রণদীপ-লিনের ওয়াইট ওয়েডিং
অবশেষে বিয়ে সারলেন রণদীপ হুডা এবং লিন লায়শ্রম। ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে সেখানকার রীতি মেনেই বিয়ে করলেন তাঁরা। রণদীপ এবং লিন দুজনকেই এদিন মণিপুরী পোশাকে দেখা যায়। সঙ্গে লিন পরেছিলেন সোনার গয়না। সম্প্রতি তাঁদের বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
রণদীপ এবং লিনের বিয়ে
কদিন আগেই রণদীপ হুডা নিজেই তাঁদের বিয়ের কথা ঘোষণা করেন। জানান তিনি এবং তাঁর প্রেমিকা তথা বলিউডের পরিচিত মুখ লিন লায়শ্রম ২৯ নভেম্বর বিয়ে করতে চলেছেন। বিয়ে উপলক্ষ্যে তিনি আগেই মণিপুরে পৌঁছে যান। এরপর এদিন মণিপুরের সাবেকি সাদা পোশাক পরেই বিয়ে করতে আসেন অভিনেতা। সঙ্গে মাথায় ছিল পাগড়ি। অন্যদিকে লিন লায়শ্রম সাবেকি মণিপুরী সাজেই সেজে ছিলেন। সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না।
এএনআইয়ের তরফে এদিন তাঁদের বিয়ের একাধিক ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়। সেখানে তাঁদের মণিপুরের রীতি মেনে বিয়ে করতে দেখা যায়। মেইতেই নিয়মে বিয়ে করেন তাঁরা। তাঁদের বিয়েতে এদিন তাঁদের পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।