
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আজকাল বলিউডের তারকারা মন দিয়েছেন ডেস্টিনেশন ওয়েডিং-এ। তবে ছক ভেঙে কনের রাজ্য মণিপুরে গিয়ে সাবেকি রীতি মেনে বিয়ে করেন রণদীপ হুডা। তাঁর ঘরণী মণিপুরের কন্যে, লিনের ঐতিহ্যকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন রণদীপ। আরও পড়ুন-‘অনেক বাচ্চা চাই আমার’, মণিপুরের মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার আগে বললেন রণদীপ
গত ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে সেখানকার রীতি মেনেই বিয়ে করেন রণদীপ-লিন। তাঁদের সাজ-পোশাকেও ধরা পড়েছিল মণিপুরের ঐতিহ্য আর পরম্পরা। সোমবার মুম্বইয়ে বি-টাউনের বন্ধুদের জন্য গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন নবদম্পতি। সেখানে ‘অল ব্ল্যাক লুক’-এ নজর কাড়লেন রণদীপ, আর লিনের দেখা মিলল ঝলমলে লাল শিফন শাড়িতে।
অভিনেতা-অভিনেত্রীরা রাজস্থানের নামীদামি হোটেল কিংবা প্রাসাদে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করতে ব্যস্ত, তখন ছক ভাঙলেন রণবীর। কনের রাজ্য মণিপুরে গিয়েই বিয়ে করলেন তিনি। নবদম্পতির রিসেপশন লুক ইতিমধ্যেই ভাইরাল সোশ্যালে।
রিসেপশনের ভেন্যুতে ঢোকরার সময় সাবধানী রণদীপ। বউয়ের লম্বা ওড়না যেন কোনওভাবেই তাঁর জুতোর তলায় না আসে তার খেয়াল রাখলেন রণদীপ। এরপর মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানালেন। ক্যামেরার সামনে কেমনভাবে পোজ দিতে হয় সেই ট্রেনিংও বউকে দিলেন অভিজ্ঞ অভিনেতা।
রণদীপ যেভাবে বউয়ের খেয়াল রাখছেন তা দেখে মুগ্ধ নেটিজেনরা। একজন লেখেন, ‘উফ! কপাল করে এমন বর পাওয়া যায়’। আরেকজন লেখেন, ‘লিন সত্যিই সৌভাগ্যবতী।
বলিউডের কোনও বন্ধুবান্ধবের উপস্থিতিতে নয়, একেবারে দুই পরিবারের উপস্থিতিতেই ঘরোয়া ভাবে বিয়ে সেরেছিলেন রণদীপ-লিন। তবে রিসেপশনের আসরে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির বি-টাউন। সায়নী গুপ্তা, অহনা কুমরা, বিশাল ভারদ্বাজ, রেখা ভারদ্বাজ, রজনীশ দুগ্গল, টিসকা চোপড়া, দর্শন কুমারের মতো তারকারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন পার্টিতে।
এর আগে সুস্মিতা সেন-সহ একাধিক নায়িকাকে ডেট করেছেন রণদীপ, তবে লিনেই থিতু হয়েছেন পর্দার সর্বজিৎ। নাসিরুদ্দিন শাহ-র থিয়েটার গ্রুপে প্রথম আলাপ রণদীপ-লিনের। ১০ বছরের বড় অভিনেতার প্রেমে পড়তে বেশি সময় লাগেনি মণিপুরী কন্যে লিনের। বয়সের ফারাক কিংবা সংস্কৃতির বৈচিত্র বাধা হয়নি এই সম্পর্কে। লিন লাইশরামকে শেষ পর্দায় দেখা গিয়েছিল সুজয় ঘোষের 'জানে জান' ছবিতে। তিনি এই ছবিতে প্রেমার ভূমিকায় অভিনয় করেছিলেন, এই ছবিতে করিনা কাপুর খান এবং বিজয় ভার্মাও অভিনয় করেছেন। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের ওম শান্তি ওম দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন লিন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports