‘বাবা ভীষণই ধার্মিক ছিলেন, দিনে দু'বার তিনি প্রার্থনায় বসতেন। রাস্তাঘাটে কোনও মন্দির দেখলেই তাঁর মুখ থেকে যে শব্দ বের হত তা হল, জয়। ছোটবেলা থেকে এই ঐতিহ্যেই বড় হয়েছে, তাই এটা আমার মধ্যেও গেঁথে গিয়েছে। আমিও ঈশ্বরে বিশ্বাসী, পুরনো ঐতিহ্যকেই মেনে চলতে পছন্দ করি।’
রণবীর কাপুর-ঋষি কাপুর
সম্প্রতি মেয়ের বাবা হয়েছেন রণবীর কাপুর। নাম রেখেছেন 'রাহা'। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনেতা বাবা, প্রয়াত ঋষি কাপুরকে নিয়ে কথা বললেন 'কাপুর নন্দন'। বাবার সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন ছিল এবং ঋষি কাপুরের ‘ধর্মীয় বিশ্বাস’ নিয়ে কথা বলেছেন রণবীর।
২০২০ সালের ৩০ এপ্রিল, ৬৭ বছর বয়সে মৃত্যু হয় ঋষি কাপুরের, লিউকোমিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ঋষি কাপুরকে নিয়ে কথা বলতে গিয়ে ছেলে রণবীর কাপুর বলেন, ‘বাবা ভীষণই ধার্মিক ছিলেন, দিনে দু'বার তিনি প্রার্থনায় বসতেন। রাস্তাঘাটে কোনও মন্দির দেখলেই তাঁর মুখ থেকে যে শব্দ বের হত তা হল, জয়। বাবাকে দেখে আমারও ঈশ্বরের প্রতি বিশ্বাস জন্মেছে। ছোটবেলা থেকে এই ঐতিহ্যেই বড় হয়েছে, তাই এটা আমার মধ্যেও গেঁথে গিয়েছে। আমিও ঈশ্বরে বিশ্বাসী, পুরনো ঐতিহ্যকেই মেনে চলতে পছন্দ করি। আমার মধ্যে এটা নিয়ে তীব্র বিশ্বাস রয়েছে। তবে ব্যক্তিত্বের দিক থেকে আমি ভীষণই ঠাণ্ডা।’