
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বলিউডে দেখতে দেখতে ১৫ বছর কাটিয়ে ফেললেন রণবীর কাপুর। সম্প্রতি অভিনেতাকে বিভিন্ন ছবিতে তাঁর অভিনয় নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। তিনি সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হওয়া রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন। আর সেখানেই তিনি এই বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
এই চলচ্চিত্র উৎসবে রণবীর জানান তাঁর একাধিক ছবি বক্স অফিসে সফল হয়নি। তিনি স্বীকার করে নেন যে তাঁর ‘বম্বে ভেলভেট’ ছবিটি মোটেই ভালো হয়নি, এবং বক্স অফিসে যা হওয়ার ছিল সেটাই হয়েছে এই ছবির সঙ্গে।
এই সাক্ষাৎকারে রণবীর এত বছরে যতগুলো ছবি করেছেন সেগুলো নিয়ে আলোচনা করেন, একই সঙ্গে জানান কেন তাঁর কিছু ছবি বক্স অফিসে মোটেই ভালো চলেনি। অভিনেতা জানান, 'ভারতীয় সিনেমার অন্যতম খারাপ ছবি হল বম্বে ভেলভেট।' তবে অভিনেতা যখন ছবির বিষয়ে আলোচনা করছিলেন তখন দর্শক আসন থেকে এক ব্যক্তি বলে ওঠেন যে এই ছবি খারাপ হওয়ার নেপথ্যে আছেন করণ জোহর। রণবীর এই কথায় হেসে বলেন যে, ' এটা ঠিক নয়, ছবি বক্স অফিসে চলেনি বলে তার সমস্ত দায় প্রযোজক -পরিচালকের ঘাড়ের উপর দেওয়া উচিত নয়।
ভিডিয়োতে রণবীরকে বলতে শোনা যায় 'এই ছবিতে যখন কাজ করছিলাম তখন মনে হয়েছিল আরে বাহ কী দারুন! অনুরাগ কাশ্যপ পরিচালনা করছেন, তোমার সঙ্গে বড় বড় সব অভিনেতারা রয়েছেন, আলাদাই লাগছিল। দেখুন, যেই মুহূর্তে আপনি কোনও ছবিতে কাজ করতে শুরু করেন না আপনার আর তখন বোঝার ক্ষমতা থাকে না যে ছবিটা কেমন হচ্ছে কোন দিকে এগোচ্ছে। তুমি খালি গোটা প্রক্রিয়ার একটা অংশ হয়ে থাকো। এবং তোমার চরিত্রের কাছে নিজেকে সমর্পণ করে দাও। তো বম্বে ভেলভেট ছবির ক্ষেত্রেও তাই হয়েছিল। আর এই ছবির সঙ্গে বক্স অফিসে যা হয়েছে সেটাই হওয়ার ছিল। এটা মোটেই একটা ভালো ছবি নয়।'
তিনি এই বিষয়ে কথা বলতে গিয়ে ‘জগ্গা জাসুস’ ছবির কথাও বলেন। তিনি জানান, এই ছবির ব্যর্থতা তাঁকে খুব আঘাত করেছিল কারণ এই ছবিটা তাঁরা অত্যন্ত ভালোবেসে প্যাশনের সঙ্গে বানিয়েছিলেন। তিনি আরও বলেন বম্বে ভেলভেট কেন সাড়া পায়নি বক্স অফিসে সেটা বোঝা গিয়েছিল, কিন্তু জগ্গা জাসুস বা ‘তামাশা’র মতো ছবি কেন বক্স অফিসে চলেনি সেটা তিনি আজও বোঝেননি।
অভিনেতাকে শেষবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। তাঁর সঙ্গে এই ছবিতে তাঁর স্ত্রী আলিয়া ভাটকেও দেখা গিয়েছিল। সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, প্রমুখ। অয়ন মুখোপাধ্যায় এই ছবির পরিচালনা করেছিলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports