বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor's Ramayana: রাহার জন্মদিনে 'রাম' রণবীরের ডবল ধামাকা! দু'টি পার্টে আসছে রামায়ণ, প্রকাশ্যে রিলিজ ডেট
প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ছবির মান হোক কিংবা ভিএফএক্স কোনটাই মন জিততে পারেনি দর্শকের। এর মাঝেই জানা যায়, রণবীর কাপুর এবার রামের চরিত্রে অভিনয় করবেন। ছবি পরিচালনায় দঙ্গল খ্যাত নীতিশ তিওয়ারি। স্বভাবতই পরিচালক-অভিনেতা সকলের থেকেই প্রত্যাশার পারদ তুঙ্গে। আরও পড়ুন-ভারতীয় সেনাকে অসম্মান করেছেন? রামায়ণ নিয়ে চর্চার মাঝেই 'বয়কট সাই পল্লবী' ট্রেন্ডে বিপাকে অভিনেত্রী