সঞ্জয় লীলা বনশালির আগেই মুকেশ আম্বানি মিলিয়ে দিলেন ক্য়াটরিনা প্রাক্তন ও বর্তমানকে। রণবীরের জীবনে প্রেম এসেছে বারবার। আলিয়ায় থিতু হওয়ার আগে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর। তাঁদের বিয়ে নিয়েও কমচর্চা হয়নি, তবে নিন্দকদের দাবি ক্যাটরিনাকে ‘ঠকিয়ে’ তারই বান্ধবী আলিয়ার প্রেমে পড়েন নায়ক। অপর প্রাক্তন দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীরের বর্তমান সমীকরণ দুর্দান্ত, তবে ক্যাটরিনার সঙ্গে তেমন মুখ দেখাদেখি নেই। কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে সবকিছু।
বনশালির লাভ অ্যান্ড ওয়ারে একসঙ্গে কাজ করতে চলেছেন ভিকি ও রণবীর। আলিয়ার সঙ্গে তো ভিকির সখ্যতা পুরোনো। দুজনে একসঙ্গে রাজ করেছেন ‘রাজি’র মতো হিট ছবিতে। এবার রণবীরের সঙ্গে জমে উঠছে ব্রোম্যান্স। তার আগে আম্বানির ছেলের বিয়েতে ‘তৌবা তৌবা’ গানে জমিয়ে নাচলেন দুই নায়ক। ভিকি কৌশলের এই ট্রেন্ডিং গান ছিল অনন্ত-রাধিকার বিয়ের প্লে-লিস্টে একদম উপরের সারিতে।
এদিন ডান্স ফ্লোরে একসঙ্গে পাওয়া গেল ভিকি কৌশল, রণবীর কাপুর, শাহরুখ খানদের। পাশে দাঁড়িয়ে পুরুষ ব্রিগেডের জন্য গলা ফাটালেন আলিয়া, গৌরী, ক্যাটরিনারা। শুরুতে ‘ছাঁইয়া ছাঁইয়া’র হুক স্টেপে পা মেলালেন সকলে। এরপরই বাজতে শুরু করল ‘তৌবা তৌবা’। ভিকির নাচের হুক স্টেপ ইতিমধ্যেই তটস্থ করে ফেলেছেন রণবীর।
এদিন সোনালি বন্ধগলা শেরওয়ানিতে সেজেছিলেন ভিকি কৌশল। পাশে লাল শাড়িতে ঝলমলে ক্যাটরিনা। অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার মাঝেই এদিন শাড়িতে লেন্সবন্দি হলেন ক্যাট। আইভরি বন্ধগলায় সেজেছিলেন রণবীর। অন্যদিকে ১৬০ বছর পুরোনো মণীশ মালহোত্রার ডিজাইনাল গোলাপি শাড়িতে দেখা মিলল আলিয়ার। কুন্দন নেকলেসে ঝলমলে রাহার মা। চুলে খোঁপা, তাতে গোঁজা গোলাপ।

আম্বানির ছেলের বিয়ে বলে কথা! কার্যত গোটা বলিউড এদিন এক ছাদের তলায়। সলমন খান, শাহরুখ খানের দেখা মিলল বিয়ের জশনে। যদিও উপস্থিত হননি আমির। পৌঁছেছিল তাঁর মেয়ে-জামাই।
আরও পড়ুন-রামভক্তি মিলিয়ে দিল রালিয়া, ভিক্যাটকে! ভাইরাল গ্রুফফিতে রণবীরের বউ আর প্রাক্তন প্রেমিকা
জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল বিয়ের আসর। এদিন শুধু বলিউড নয়, দক্ষিণী তারকারাও পৌঁছেছিলেন অনন্ত-রাধিকাকে বিয়ের শুভেচ্ছা জানাতে। রজনীকান্ত থেকে মহেশবাবু, সকলেই শরীক আম্বানিদের খুশিতে। নবদম্পতিকে আর্শীবাদ জানাতে উপস্থিত হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বিয়েতে হয়েছে এলাহি আয়োজন। কনিষ্ঠ পুত্রের বিয়েতে কোনও খামতি রাখতে নারাজ মুকেশ অম্বানি, সব দায়িত্ব নিজের হাতে সামলেছেন নীতা। বিয়ের জশন এখনই থামছে না। শনিবার নতুন বউয়ের আর্শীবাদ পর্ব চলবে অ্যান্টিলিয়ায়। এরপর রবিবার মঙ্গলোৎসব বা রিসেপশন। সেই অনুষ্ঠানেও হাজির হবেন দেশ-বিদেশের নামী-দামী ব্যক্তিত্বরা।