আগামী ১৫ মার্চ ৩২ বছরে পা দেবেন আলিয়া ভাট। জন্মদিন আসতে এখনও ২ দিন বাকি, কিন্তু তার আগেই স্বামীর কোলে বসে পাপারাৎজিদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন অভিনেত্রী। অন্যদিকে আলিয়ার জন্মদিনের অনুষ্ঠানে ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে বড় ঘোষণা করে ফেললেন রণবীর কাপুর।
২০২২ সালের ৯ সেপ্টেম্বর ‘ব্রহ্মাস্ত্র ১’ মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি শুধুমাত্র অয়ন মুখার্জির জন্য স্পেশাল ছিল তা নয়, সিনেমাটি আলিয়া-রণবীরের জন্যও স্পেশাল ছিল। এই সিনেমার হাত ধরেই রণবীর এবং আলিয়ার প্রেমের সূচনা ঘটেছিল। ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করার পরেই পরিচালক অয়ন ছবির সিক্যুয়েল আনার কথা বলেছিলেন।
আরও পড়ুন: বরের কোলে বসে পাপারাৎজিদের সঙ্গে প্রি-বার্থডে সেলিব্রেশন রণবীর-পত্নীর, আলিয়ার পরনের কুর্তির দাম জানেন কত?
আরও পড়ুন: চোখের উপর কেটে রক্তারক্তি অবস্থা ভাগ্যশ্রীর! ভর্তি হাসপাতালে, কী করে ঘটল এমন?
কিন্তু ২০২২ থেকে ২০২৫, ৩ বছর কেটে গেলেও ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে আর কোনও কথা বলতে শোনা যায়নি কাউকে। আলিয়া রণবীরের প্রেম শুধুমাত্র বিবাহে পরিণতি পেয়েছে তা নয়, তাঁরা বর্তমানে এক সন্তানের পিতা-মাতা। মাঝে অনেকটা সময় কেটে গেলেও ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে কোনও আপডেট না থাকায় কিছুটা মুষড়ে পড়েছিলেন ভক্তরা। তাই এবার ভক্তদের চাঙ্গা করার জন্যই ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে বড় আপডেট দিলেন আলিয়ার স্বামী।
আলিয়ার কেক কাটার পর স্ত্রীকে পাশে নিয়ে রণবীর বলেন, ‘খুব শীঘ্রই 'ব্রহ্মাস্ত্র ২' বড় পর্দায় মুক্তি পাবে। অয়ন বর্তমানে ‘ওয়ার ২’ সিনেমার শ্যুটিং নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছেন। (এই সিনেমায় অভিনয় করছেন হৃতিক রোশন, জুনিয়ার এন টি আর এবং কিয়ারা আডবানি) ‘ওয়ার ২’ মুক্তি পেলেই ‘ব্রহ্মাস্ত্র’ সিক্যুয়েলের প্রি প্রোডাকশনের কাজ শুরু করে দেবেন অয়ন।
আরও পড়ুন: ঠোঁটঠাসা চুমু অনন্যা-সুকান্তর! আংটি পরিয়েই আদুরে বর-কনে, চিয়ার করল সায়ক-প্রেরণারা
আরও পড়ুন: ‘এটা গেয়েই ৫০ হাজার ভোট বেশি পেয়েছি…’! অনুপম রায়ের কোন গান বদলায় মদনের কপাল?
রণবীর আরও বলেন, ‘ব্রহ্মাস্ত্র অয়ন মুখোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট। প্রথম সিনেমার দুর্দান্ত সফলতার পর তিনি নিজেই ঘোষণা করেছিলেন এই সিনেমাটি তিনটি পর্যায়ে আসবে। দ্বিতীয় পর্যায় ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ এবং তৃতীয় পর্যায়ে ২০২৭ সালে মুক্তি পাবে। দ্বিতীয় পর্বের কাজ এখনও শুরু হয়নি ঠিকই তবে এইটুকু বলতে পারি ‘ব্রহ্মাস্ত্র ২’ হচ্ছে।’