Ranajoy Bishnu: অগোছালো ঘরে হঠাৎ পাওয়া, মায়ের লেখা পুরনো ডায়েরি খুঁজে পেলেন রণজয়, কী আছে সেই ডায়েরিতে?
1 মিনিটে পড়ুন Updated: 22 Jan 2025, 04:05 PM ISTআরও পড়ুন-ইন্দ্রনীলের সঙ্গে ডিভোর্স মামলা চলছে, তখন করণবীরের চুমু দেওয়ার ছবি দিয়ে কী লিখলেন বরখা?
ফের একটা পাতা উল্টে পড়লেন, ‘ও আমার স্কুলের নোটিশ পড়েছিল ১৯৯৬ সালে। সেসময় যেমন নোটিশ হত আরকী! আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সকল ছাত্রছাত্রীকে অক্টোবর পর্যন্ত সমস্ত বেতন পরিশোধ করিতে হইবে। উক্ত বেতন পরিশোধ না থাকিলে পরীক্ষায় বসিতে দেওয়া হইবে না। পরীক্ষার ফিজ ২০টাকা।’ হাসতে হাসতে বললেন, আবার এখানে চোর-পুলিশ-ডাকাতও খেলা হয়েছে দেখছি…।’
এখানেই শেষ নয়, ঘর গোছাতে গোছাতে নাটকের স্ক্রিপ্টও খুঁজে পান রণজয়। সেটিও কিছুটা পড়ে শোনান। যা শুনলে আপনিও না হেসে পারবেন না। রণজয় পড়লেন, ‘দশরত বলছে রামকে, ১০টা বাজে দরজা খোল রাম, দরজা খোল…। রাম হাই তুলে বিড়বিড় করতে করতে বলে, কে? এত সকালে কে বিরক্ত করে কে? আসছি। দশরত বলল, বাড়ির কাজ তো কিছুই করিস না, ১০টা বাজল, খালি খাচ্ছোদাচ্ছো আর ঘুমাচ্ছো। রাম বলল, সকাল বেলা কী বলতে এসেছো বাবা, তাড়াতাড়ি বলো। দশরত বলল, বিশুদা এসেছে, (বিশুদা মানে বিশ্বামিত্র) নিচে বসে আছে। তোমাদের খুব প্রয়োজন। ওনার যজ্ঞে রাক্ষসরা এসে খুব ডিস্টার্ব করছে…। আমি কিছু বলিনি নেহাতই তোদের গুরু বল…। রাম বলল, এত হ্যাপা পোহানো কী সম্ভব! কাল রাতে ককটেল ছিল…।' এভাবেই পড়তে থাকলেন, আর পুরনো স্মৃতিতে ফিরে হাসতে থাকলেন রণজয়।