রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলেছেন প্যানকেক। অভিনেত্রী রাকুলপ্রীত সিংয়ের সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করেছে তাঁর ভাই। ভিডিয়োতে উঠে এসেছে দুই ভাই-বোনের খুনসুটি। রাকুলের ভাই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ঈশ্বরের কৃপা সকালে রাকুল আমাকে প্যানকেক খাওয়ার কথা বলেছিল, আমি না বলেছিলাম ভাগ্যিস’। ভিডিয়োতে অভিনেত্রী রাকুলপ্রীতকে স্পোর্টস পোশাকে, বাসন থেকে প্যান কেকের পুড়ে যাওয়া অংশ তুলে রাখতে দেখা গেছে। রাকুলের ভাই আমনকে ভিডিয়োতে বলতে দেখা যায়, ‘দিদি তুমি এটা কী বানিয়েছ?’ রাকুলকে ভিডিয়োতে মৃদু হাসতে হাসতে বলতে শোনা যায়, এটা পুডিং জাতীয় কিছু বানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা পোড়া প্যানকেকে পরিণত হয়েছে। কারণ তিনি বেশি পরিমাণ তেল দিতে ভুলে গেছিলেন। তাই এই রকম হয়েছে। অভিনেত্রীর ভাই মজার ভিডিয়ো শেয়ার করতেই নেটিজেনরা খুনসুটিতে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে।রাকুলকে শেষবার দেখা যায় অর্জুন কাপুররে বিপরীতে ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ছবিতে। ছবিতে আরো অভিনয়ে ছিলেন নীনা গুপ্তা। দর্শক এবং সমালোচকদের কাছে যথেষ্ট সমাদর পেয়েছে এই ছবি।