বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi-Adil: আদিলের বিরুদ্ধে থানায় অভিযোগ রাখির, করলেন বিচ্ছেদ ঘোষণাও
পরবর্তী খবর
Rakhi-Adil: আদিলের বিরুদ্ধে থানায় অভিযোগ রাখির, করলেন বিচ্ছেদ ঘোষণাও
2 মিনিটে পড়ুন Updated: 07 Feb 2023, 09:58 AM ISTPriyanka Bose
Rakhi Adil Separation: রাখি জানিয়েছেন, তাঁকে ছেড়ে অন্য এক মেয়ের বাড়িতেই থাকেন আদিল। মেয়েটির নাম তনু। আদিলের জন্যই মৃত্যু হয়েছে তাঁর মায়ের, বিস্ফোরক রাখি। একই সঙ্গে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন তিনি।
আদিলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাখির
‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত এবং তাঁর স্বামী আদিল দুরানির দাম্পত্য কলহ তুঙ্গে। আদিলের বিরুদ্ধে দিন কয়েক আগে পরকীয়ার অভিযোগ তুলেছেন রাখি। সোমবার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন। রাখি জানিয়েছেন, তাঁকে ছেড়ে এখন নাকি সেই মেয়েটির সঙ্গেই থাকছেন আদিল।
এ বার আদিলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করলেন রাখি। আদিলের জন্যই মৃত্যু হয়েছে তাঁর মায়ের, পাপারাৎজ্জির সামনে ঝরঝরিয়ে কেঁদে দাবি রাখির। এ দিন সংবাদমাধ্যমের সামনে এসে রাখির অভিযোগ, ‘তোমার জন্যই আমার মায়ের মৃত্যু হল। সঠিক সময়ে চিকিৎসা হলে মাকে হয়তো বাঁচানো যেত। আর কত কষ্ট দেবে আদিল’, বলতে বলতে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন রাখি। আরও পড়ুন: বাংলাদেশের গায়ক ইমরানের কণ্ঠে নতুন গান, অভিনয়ে এপার বাংলার বিগ বস খ্যাত স্যান্ডি ও দিশা
রাখির কথায়, 'আমি যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। বলে গিয়েছিলাম, মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়। ওই টাকা আমার, আদিলের নয়। এরপর আমার মায়ের অর্থের প্রয়োজন হয়, একটি অস্ত্রোপচার করানোর প্রয়োজন ছিল। কিন্তু আদিল প্রয়োজন মতো টাকা হাসপাতালে দেয়নি। খুব সামান্য টাকা আমার বৌদির হাতে দিয়েছিল ও। আদিল টাকা না দেওয়ার জন্যই সময়মতো অস্ত্রোপচার করানো যায়নি মায়ের। আদিলের জন্যই মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন।'