
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সম্প্রতি রাজকুমার রাও আর পত্রলেখার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সাদা পোশাকে বেশ গরম গরম একটা পোজ দিয়েছেন। আর দেখা যাচ্ছে নিজের আইফোনে সেই ছবি তুলে দিচ্ছেন রজনীকান্ত। বিয়ের পর প্রথমবার একসাথে দেখা মিলল তাঁদের। তবে, প্রশংসার থেকে এই ছবি নিয়ে সমালোচনা হল বেশি।
রাজকুমার রাও এবং পত্রলেখা বর্তমানে তাঁদের নতুন বিয়ের সমস্ত আনন্দ চেটেপুটে নিচ্ছেন। বুধবার, রাজকুমার রাও স্ত্রীর এই হট ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। মিরর সেলফিতে, পত্রলেখাকে কালো বুটের সাথে একটি সাদা শার্ট ড্রেসে দেখা গিয়েছে। রাজকুমার পরেছেন লাল আর কালো চেকের শার্ট।
তবে, শেয়ার হওয়ার সাথে সাথে নেটপাড়ার ভাইরাল হয়েছে এই ছবি। কারও কারও যেমন এটা খুব মিষ্টি লেগেছে, তেমনই কারও মত এই ছবি তাঁদের বিভ্রান্ত করেছে। অনেকেই পত্রলেখার বসার ভঙ্গি নিয়ে নোংরা ইঙ্গিত করতে ছাড়েননি। এতই সমালোচনা হয় যে, ছবিটি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিতে বাধ্য হন রাজকুমার!
এক দশকেরও বেশি সময় ধরে একে অপরের সাথে সম্পর্কে থাকার পর রাজকুমার এবং পত্রলেখা গত বছরের ১৫ নভেম্বর বিয়ে করেছিলেন। চণ্ডীগড়ের একটি রাজকীয় রিসর্টে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান। যাতে সামিল হয়েছিলেন তাদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।
রাজকুমার সম্প্রতি ভূমি পেডনেকারের সাথে তাঁর আসন্ন ছবি 'বাধাই দো'-এর ট্রেলার শেয়ার করেছেন। ছবিতে তাদের দুই বিপরীত লিঙ্গের সমকামী দম্পতির ভূমিকায় দেখা যাবে। ইতিমধ্যেই হিট ছবির ট্রেলার। হর্ষবর্ধন কুলকার্নি পরিচালিত জাতীয় পুরস্কার জিতে নেওয়া সিনেমা ‘বাধাই হো’-এর সিক্যুয়েল ‘বাধাই দো’, যা ১১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports