অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তার রাজনীতিবিদ-স্বামী রাঘব চাড্ডাকে দেখতে পাওয়া গেল একান্তে সময় কাটাতে। দুজনে সমুদ্রের ধারে কাটালেন বিবাহবার্ষিকী। বুধবার ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে একে অপরের জন্য মিষ্টি নোট লিখেছেন তাঁরা।
পরিণীতির পোস্ট
পরিণীতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যখন তিনি এবং রাঘব চাড্ডা সৈকতের ধারে চেয়ারে বসে পানীয় উপভোগ করছেন। বালির ওপর লেখা ছিল 'হ্যাপি অ্যানিভার্সারি'। দুজনেরই চোখ ছিল ঢেউয়ের আসা যাওয়ার দিকে। পরের ছবিতে সূর্যাস্তের সময় রাঘবকে জড়িয়ে ধরেন পরিণীতি। দুজনে সৈকতে হাঁটলেন এবং একটি ক্লিপে নিজেদের মধ্যে কথা বলতেও দেখা যায়।
ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘গতকাল আমাদের জন্য একটি শান্ত দিন ছিল, শুধু আমরা দুজন.. তবে আমরা আপনার কাছ থেকে আসা প্রতিটা শুভেচ্ছাবার্তা পড়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই। Ragaii - আমি জানি না আমি অতীত জীবনে এবং এই জীবনে কী কী ভালো কাজ করেছি, তোমার প্রাপ্য হওয়ার জন্য। আমার নিখুঁত ভদ্রলোক, আমার বোকা বন্ধু, সংবেদনশীল অংশীদার, এত পরিপক্ক স্বামীকে বিয়ে করেছি। সোজাসাপ্টা সৎ মানুষ, শ্রেষ্ঠ পুত্র, শালা আর জামাই। দেশের প্রতি আপনার নিষ্ঠা ও দায়বদ্ধতা আমাকে অনুপ্রাণিত করে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কেন আরও আগে দেখা হল না? শুভ বিবাহবার্ষিকী @raghavchadha88।’
রাঘবের পোস্ট
রাঘবও ইনস্টাগ্রামে অনুরূপ ছবি এবং একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সঙ্গে তিনি দুজনের সাইকেল চালানোর একটি ক্লিপও যুক্ত করেছেন। আপ নেতা লেখেন, ‘এক বছর হয়ে গেল? মনে হচ্ছে যেন গতকালই আমরা একে-অপরকে বিয়ে করলাম। আমি এখন ভাবি, কেন আরও আগে দেখা হল না আমাদের। তুমি আমার প্রতিটা দিনকে বিশেষ করে তুলেছ। তা বাড়িতে থাকা কোনো শান্ত মুহূর্ত হোক বা অ্যাডভেঞ্চার। তুমিই আমার ভরসার পাহাড়, আমার সবচেয়ে বড় সাপোর্টার, আর এখন আমার সবচেয়ে ভালো বন্ধু। এই বছরটা এরকম অবিষ্মরণীয় করে তোলার জন্য অনেক ধন্যবাদ। পারু, ভবিষ্যৎ আমাদের জন্য কী ঠিক করে রেখেছে, তা দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। শুভ প্রথম বিবাহবার্ষিকী, আমার ভালবাসা!’
পরিণীতি এবং রাঘব সম্পর্কে
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেস হোটেলে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন পরিণীতি ও রাঘব। এতে উপস্থিত ছিলেন বিনোদন জগতের বেশ কয়েকজন পরিচিত মুখ ও রাজনীতিবিদরা।
পরিণীতির শেষ ছবি
অভিনেতাকে সর্বশেষ দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে ইমতিয়াজ আলির অমর সিং চমকিলাতে দেখা গিয়েছিল। মিউজিক্যাল বায়োপিকে, দিলজিৎ অমর সিং চমকিলার চরিত্রে অভিনয় করেছেন, এবং পরিণীতি তাঁর স্ত্রী অমরজোত কৌরের ভূমিকায় অভিনয় করেছেন। ২০২৪ সালের ১২ এপ্রিল নেটফ্লিক্সে সরাসরি মুক্তি পায় ছবিটি।