
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজনীতির ময়দানে একেবারেই নবাগতা রচনা। এই বছরই লোকসভা নির্বাচনের ঠিক আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রত্যক্ষ ভাবে রাজনীতিতে পা রেখেছেন। হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন। গত ১০ মার্চ জনগর্জন সভায় ঘোষণা করা হয় এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম। সেখানে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার কয়েকদিনের মধ্যে থেকেই প্রচার শুরু করে দেন দিদি নম্বর ওয়ান। কিন্তু এর মধ্যেই একাধিকবার তিনি কটাক্ষের শিকার হয়েছেন নিজের নানা মন্তব্যের কারণে। কখনও ধোঁয়া ধোঁয়া, কখনও দই, কখনও আবার অন্য কিছু। এবার আবার কী কাণ্ড ঘটালেন তিনি?
আরও পড়ুন: সফল ক্রিকেটার, ক্রীড়া প্রশাসক হয়েও 'নিজের বাড়ি'তে থাকেন না সৌরভ! দাদাগিরিতে বললেন, 'আমিও আমার...'
এদিন রচনা বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরিয়ে এক জায়গায় ব্রেকফাস্টে মুড়ি আর আলুরদম খান। সেটা খাওয়ার পর সাংবাদিকরা যখন তাঁকে জিজ্ঞেস করেন যে কেমন লাগল এই খাবার খেয়ে তখন অভিনেত্রী জানালেন, তিনি এটা প্রথমবার খেলেন। তাই তাঁর ভালোই লেগেছে। বলে তিনি যে হাসিটা হেসেছেন সেটা দেখে হেসে কূলকিনারা পাচ্ছে না নেটিজেনরা। এই ভিডিয়ো নিয়ে এখন পড়েছে ট্রোলের ধুম। চলছে কটাক্ষের বন্যা।
আরও পড়ুন: ২০২৪ - এর অন্যতম হিট বাংলা ছবি, কিন্তু অতি উত্তম তৈরি হয়েছে কীভাবে? প্রকাশ্যে আনলেন সৃজিত
আরও পড়ুন: সাধ খেলেন নাতাশা, বেবি বাম্প আগলে বরুণের সঙ্গে কাটলেন বিশেষ থিমের কেক! কবে আসছে সন্তান?
এক ব্যক্তি লেখেন, 'আমি জানতাম, আমার মতো ন্যাকা নেই কোথাও! কিন্তু আমার ভুল ধারণার জন্য আমি আজ দুঃখিত।' কেউ আবার লেখেন, 'সকাল সকাল কী নেশা করেছেন নাকি?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'হঠাৎ করে কেমন জোকার হয়ে গেল।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'কি কষ্টে খেয়েছে সেটা হাসি দেখেই বুঝতে পারছি।' আরেকজনের মতে, 'আলুরদম খায়নি এর আগে নাকি। এরা আবার বাংলার ভোট নিতে চায়। লজ্জা লাগা দরকার, যত্ত ন্যাকামো।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports