সব সময় ছবি ভালো হলেও যে সেটা দর্শকদের কাছে পৌঁছতে পারে এমনটা কিন্তু নয়। বিষয়টা কেবল রান্নার নয়, পরিবেশনেরও। আর এর জেরে যেটা হয় টলিউডে অনেক সময় ভালো ছবি বানানো হলেও সেটা সঠিক ডিস্ট্রিবিউশনের অভাবে থই খুঁজে পায় না। অন্য বলিউড বা টলিউড ছবির ভিড়ে মুখ লুকায়। তাছাড়া এমন অভিযোগ তো হামেশাই ওঠে যে স্মল বাজেট ছবি নাকি মাল্টিপ্লেক্সে জায়গা পায় না। তবে এবার সেই ছবিতে বদল আসতে চলেছে।বাংলা ছবির পাশে আক্ষরিক অর্থেই দাঁড়াল ভারতের দুই মাল্টিপ্লেক্স সংস্থা। বাংলা ছবির পরিবেশনার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিল পিভিআর এবং আইনক্স। আর সেই পথ চলা বা উদ্যোগের শুভ সূচনা হবে ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির হাত ধরে। এই মাসেই মুক্তি পাচ্ছে দেব অভিনীত এবং বিরসা দাশগুপ্ত এই ছবি। যদিও এর আগে অবশ্য সদ্য মুক্তি পাওয়া নিহারিকা বা বিয়ে বিভ্রাট ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব সামলেছিল পিভিআর আইনক্স।এদিনের এই আলোচনা এবং ঘোষণায় টলিউডের তাবড় তাবড় অভিনেতারা উপস্থিত ছিলেন। বাদ যাননি টলি পাড়ার পরিচালক থেকে প্রযোজকরাও। নিসপাল সিং রানে, অতনু রায়চৌধুরী, শ্যামসুন্দর দে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত, দেব, সোহম চক্রবর্তী, যশ দাশগুপ্ত, নুসরত জাহান, অঙ্কুশ, ঐন্দ্রিলা, প্রমুখ উপস্থিত ছিলেন। ছিলেন ইম্পা বা ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং একাধিক হল মালিকরা।এই উদ্যোগের ফলে মন করা হচ্ছে বড় ছোট সমস্ত ধরনের ছবিই মাল্টিপ্লেক্সে জায়গা পাবে। পিভিআর আইনক্সের সিইও কমল জ্ঞানচন্দানি এই প্রসঙ্গে বলেন, 'আমরাও উপকৃত হবো বাংলা ছবি পরিবেশনা করতে পারলে। গোটা দেশ জুড়েই বাংলা ছবির আলাদা দর্শক এবং স্থান আছে।'