নিউ ইয়র্কের আইকনিক মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টে আয়োজিত মেট গালা-২০২৫এ যোগদান করতে তৈরি প্রিয়াঙ্কা চোপড়া। ৫ই মে, সোমবার অনুষ্ঠিত হবে এই গ্র্যান্ড ইভেন্ট। তার আগে, ৪২ বছর বয়সী এই অভিনেত্রীকে রবিবার সকালে নিউ ইয়র্ক সিটির রাস্তায় দেখা গিয়েছে। প্রসঙ্গত, এদিনই সকালে প্রথমবারের জন্য মেট গালায় পা রাখতে নিউ ইয়র্কে পৌঁছোন কিং খান শাহরুখও। তারপরই প্রিয়াঙ্কাকেও নিউ ইয়র্কে দেখা যায়।
এদিন দারুণ একটা কো-অর্ড সেটে দেখা যায় প্রিয়াঙ্কাকে। এই পোশাকে তাঁকে অসাধারণ ও বেশ স্টাইলিশ দেখাচ্ছিল। মেট গালার রেড কার্পেটে তিনি কী পরবেন তা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকেই। তবে বলাই বাহুল্য তাঁর রবিবাসরীয় লুকটিও কিন্তু মন্দ ছিল না।
স্টাইলিশ কো-অর্ড সেট প্রিয়াঙ্কা চোপড়া
সাম্প্রতিক সময়ে প্রিয়াঙ্কার লুক ও পোশাক দেখলেই বোঝা যায় তাঁর স্টাইল মন্ত্রই হল নিজেকে খোলামেলা, আরামদায়ক কিন্তু ট্রেন্ডি রাখা। তার সাম্প্রতিক উপস্থিতিও এর ব্যতিক্রম ছিল না, কারণ তিনি একটি বিলাসবহুল বাদামী রঙের কো-অর্ড সেট বেছে নিয়েছিলেন। স্যাটিন কাপড় দিয়ে তৈরি এই পোশাকে ছিল ফুল হাতার শার্ট, বটন দেওয়া কলার নেকলাইন।
পোশাকটি ব্র্যান্ডের লোগোও ছিল দৃশ্যমান, যা দেখতে ছিল বেশ চমৎকার, উচ্চ-ফ্যাশন যুক্ত। প্রিয়াঙ্কা বটনগুলি খোলা রেখেছিলেন আর তাই ভিতরের সাদা ব্রালেটটি ছিল স্পষ্টই দৃশ্যমান। এটার সঙ্গে মেটে রঙের শর্টস তাঁর লুকটি সম্পূর্ণ করেছিল।