সম্প্রতি প্রিয়াঙ্কা এস এস রাজামৌলির আসন্ন প্রজেক্টের শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত। দক্ষিণ ভারতে এখন চলছে সিনেমার কাজ। বুধবার প্রিয়াঙ্কা ইনস্ট্রাগাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করে সকলকে দেখিয়েছেন তাঁর কাজের ব্যস্ততার টুকরো টুকরো মুহূর্ত। তবে এসবের মধ্যে বিশাখাপত্তনম বিমানবন্দরে তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োয় প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, একজন মহিলা পেয়ারা বিক্রেতার সঙ্গে তাঁর পরিচয় এবং সেখানে ঘটে যাওয়া একটি ঘটনার কথা। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি বিশাখাপত্তনম বিমানবন্দরের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। এখানেই এক মহিলা পেয়ারা বিক্রেতাকে দেখি। আমি কাঁচা পেয়ারা খেতে ভীষণ পছন্দ করি তাই গাড়ি থামিয়ে দিই।’
আরও পড়ুন: 'হিন্দু হয়ে গেলেই তো পারেন…', টিপ পরায় বিতর্কের মুখে পাকিস্থানি নায়িকা হানিয়া
আরও পড়ুন: ৯ মাস পর পৃথিবীতে অবতরণ সুনীতার, শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন মাধবন-রকুলপ্রীতরা?
প্রিয়াঙ্কা বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করি, তোমার সব পেয়ারা তুমি কত দামে বিক্রি করবে? সে বলে, ১৫০ টাকায়। আমি তাকে ২০০ টাকার একটি নোট দিয়ে বাকি টাকা রেখে দিতে বলি। কিন্তু সে মানা করে দেয়। আমাকে অপেক্ষা করতে বলে সে সেখান থেকে চলে যায় এবং সিগন্যাল সবুজ হওয়ার আগেই ফিরে আসে এবং আমাকে আরও দুটি পেয়ারা দেয়। আমার দান সে নিতে চায়নি, এই ঘটনা আমাকে পুরোপুরি নাড়িয়ে দেয়।’
তবে শুধুমাত্র ভিডিয়ো নয়, পোস্টে বেশ কিছু ছবিও দেখা যায়, যার মধ্যে প্রথম ছবিতে এক ঝুড়ি পেয়ারার ছবি দেখতে পাওয়া যায়, যে পেয়ারা কিনতে গিয়েই অদ্ভুত অভিজ্ঞতার স্বীকার হয়েছিল অভিনেত্রী। এছাড়া একটি ছবিতে কখনও আইসক্রিম খেতে দেখা যায় প্রিয়াঙ্কাকে, অন্য একটি ছবিতে ক্রু মেম্বারদের সঙ্গে চিল করতে দেখা যায় অভিনেত্রীকে। কখনও বয়ে যাওয়া নদী কখনও আবার এক পাল গরু, বহুদিন বাদে ভারতে এসে গ্রামের এই অপরূপ দৃশ্য যে ভালোই উপভোগ করছেন অভিনেত্রী, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: প্রথম ছবিতেই ১৭ টি চুম্বন দৃশ্য, হট, বোল্ড এই নায়িকা কে বলুন তো?
আরও পড়ুন: অক্ষয়ের ‘টয়লেট’ নিয়ে বেফাঁস মন্তব্য জয়ার, বললেন, ‘এমন সিনেমা কেউ...’
প্রসঙ্গত, হোলির প্রাক্কালে সেট থেকে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। এছাড়া গত জানুয়ারি মাসের তেলেঙ্গানার চিকুর বালাজি মন্দিরে মন্দির পরিদর্শনের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, নতুন অধ্যায়। প্রিয়াঙ্কার ছবি দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি শুধুমাত্র ভাইয়ের বিয়ে উপলক্ষে নয়, ভারতে এসেছেন পরবর্তী সিনেমার জন্য।