সাত সমুদ্র তেরো নদীর পাড়, মার্কিম মুলুকে স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশনে মেতে উঠেছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন মুলুকের বাড়িতেই দিওয়ালির জন্য পুজোর ব্যবস্থা করেছিলেন দেশি গার্ল।
এ দিন একরত্তি মেয়ে মালতিকে কোলে নিয়ে দিওয়ালির পুজো সারেন প্রিয়াঙ্কা। পাশে বসা ছিলেন স্বামী নিক জোনাস। সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে নেটমাধ্য়মের পাতায় ছবি পোস্ট করেন পপ তারকা নিক জোনাস। মেয়ে মালতির জন্মের পর এই প্রথম দিওয়ালি একরত্তির সঙ্গে। আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা আবির চট্টোপাধ্য়ায়! কেমন আছেন?
এ দিন প্রিয়াঙ্কা, নিক এবং তাঁদের একরত্তিকে অফ হোয়াইট রঙের পোশাকে দেখা মিলেছে। প্রিয়াঙ্কার পরনে গোল্ডেন রঙের ক্রপ টপ এবং অফ হোয়াইট শারারা প্যান্ট ও সাদা ডিজাইনার শ্রাগ। অন্যদিকে অফ হোয়াইট কুর্তা-পাজামা পরেছেন নিক। ছোট্ট মালতিকে পরিয়েছেন অফ হোয়াইট রঙের গাউন। বাড়ির পুজোর মুহূর্তের ছবি শেয়ার করলেও একরত্তির মুখের ইমোজি দিয়েই ঢেকে রাখা। আরও পড়ুন: ডেঙ্গিতে কমেনি জেল্লা, আয়ুষের বার্থডে পার্টিতে প্রধান আকর্ষণ সলমন