নেটফ্লিক্সে আসছে ‘ধুম ধাম’, সেখানেই ইয়ামি গৌতমের সঙ্গে দেখা যাবে প্রতীক গান্ধীকে। হনসল মেহতার 'স্ক্যাম ১৯৯২' এবং 'মাদগাঁও এক্সপ্রেস'-এর মতো ছবির হাত ধরে খ্যাতি পেয়েছেন অবিনেতা প্রতীক গান্ধী। 'ধুম ধাম' ছবির জন্য সিক্স প্যাক অ্যাবস দেখাতে দেখা যাবে প্রতীককে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খুলেছেন প্রতীক গান্ধী।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে প্রতীক গান্ধী বলেন, সিক্স-প্যাক অ্যাবস দেখাতে তিনি শুধুই ওয়াটার-ডায়েটে ছিলেন। এমনকী ক্র্যাম্পের সমস্যাতেও ভুগছিলেন বলে জানিয়েছেন প্রতীক।
ঠিক কী বলেছেন প্রতীক গান্ধী?
অ্যাবস তৈরি এবং টোনড বডি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে প্রতীক গান্ধীকে। প্রতীক বলেন, ‘আমার দৈহিক কাটামো খানিকটা এইরকমই ছিল। তবে ছবির এই লুক অর্জন করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।’ প্রতীক বলেন, ‘এই সময়টা আমি প্রচুর প্রোটিন খেয়েছি, আর চুটিয়ে কাজ করেছি, খুব কমই ঘুমাতাম। খুব কম জল খেয়েছি। যেখানে মাসল ক্র্যাম্পও সহ্য করতে হয়েছে। সবই করেছি শুধু এই দেহের জন্য।’